গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ট্রাকচালক মাদারীপুর জেলার কালকিনী উপজেলা সদরের জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪১)।  

দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক সড়কের ওপর থাকায় আড়াই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সড়কের উভয়পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাত ১১টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকড্রাইভার শামীম মোল্লা ও বাসযাত্রী মানস সরকার মার যান। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে বাসের হেলপার রাব্বী মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। আহতদের গোপালগঞ্জ হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে রয়েছে। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করা সম্ভব হয়। রাত ১১টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই কর্মকর্তা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ গ প লগঞ জ স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ১৬ বছর ধরে নিরবচ্ছিন্ন ‘ভূমিকম্পে’ কাঁপছিল। শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ সরকারের একনায়কতান্ত্রিক শাসনের প্রতি ইঙ্গিত করে তিনি কথাটি বলেন। 

বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের নিবন্ধ এভাবেই শুরু হয়। ‘আফটার দ্য রেভল্যুশন, বাংলাদেশ ইজ হোপিং টু রিফর্ম’ শীর্ষক নিবন্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পতন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ নানা প্রসঙ্গ উঠে এসেছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার।

ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, যা ধ্বংস হয়ে গেছে, তার সবকিছু ঠিক করার চেষ্টা করছেন তিনি। 

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ‘আমরা সঠিক পথে এগোচ্ছি; জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা আশাবাদী।’ 

নিবন্ধে বলা হয়, এ আশাবাদই এখন প্রয়োজন। শেখ হাসিনার পতনের পর থেকে তাঁর শাসনামলের বাড়াবাড়ির নানা চিত্র সামনে আসছে। গত বছর প্রকাশিত এক শ্বেতপত্রে অভিযোগ করা হয়, শেখ হাসিনার শাসনামলে বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার পাচার করা হয়েছিল। হাসিনার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। অবশ্য তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
 
আবারও ক্ষমতার এমন অপব্যবহার যাতে না হয়, সে জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিসরের সব দলই গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানিয়েছে। তবে অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তন আনা সহজ হচ্ছে না।
 
শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই এ প্রক্রিয়া শুরু হয়। গত সেপ্টেম্বরে ড. ইউনূস নির্বাচন, বিচার ব্যবস্থা, সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সুপারিশ দিতে কমিশন গঠন শুরু করেন। এ কমিশনগুলোতে রয়েছেন সুশীল সমাজ ও একাডেমিক অঙ্গনের বিশেষজ্ঞরা। এসব কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার আরেকটি কমিশন (জাতীয় ঐকমত্য কমিশন) গঠন করে। জাতীয় ঐকমত্য কমিশন এ পর্যন্ত ১৬৬টি সুপারিশ একত্র করেছে। সেগুলোকে নথিবদ্ধ করে মতামতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। 

ড. ইউনূস জানান, এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। এ ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি ‘জুলাই সনদ’ তৈরি করবে, যা নির্বাচন আয়োজনের পথ সুগম করবে এবং একটি ‘নতুন বাংলাদেশে’র সূচনা করবে। কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা জটিল বিষয়। প্রথমত, কোন কোন কমিশন থাকা উচিত, তা নিয়েই রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে মতানৈক্য আছে। আবার কেউ কেউ বলছেন, বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাকশিল্পের জন্য একটি কমিশন থাকা উচিত ছিল। অনেকে শিক্ষা খাত নিয়ে অবহেলার অভিযোগ তুলেছেন।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বিলম্বে গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন ঘিরে। নারীদের আরও বেশি অধিকার দিতে এ কমিশনের সুপারিশে ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়, যার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইসলামপন্থি দলগুলো।

তথাপি সংস্কার কমিশনের সঙ্গে জড়িতরা আশাবাদী। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ইতোমধ্যে বাস্তবায়িত কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য একটি স্বাধীন প্রক্রিয়া। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয় পর্ব গত ১৫ মের পর যে কোনো দিন শুরু হওয়ার কথা রয়েছে। তবে আগামী আগস্টের মধ্যে একটি সনদ চূড়ান্ত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী অধ্যাপক আলী রীয়াজ।

যদি এ সময়সূচি অনুযায়ী সবকিছু এগোয়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অধ্যাপক ইউনূস দৃঢ়ভাবে বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে (তিনি নির্বাচনে অংশ নেবেন না)। তবে এ বিলম্বের কিছু মূল্য ইতোমধ্যেই গুনতে হচ্ছে। 

অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক ব্যবস্থাকে স্থিতিশীল করেছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বলই রয়ে গেছে। রাজনৈতিক পরিস্থিতিও নাজুক। এক জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬০ শতাংই মনে করেন, সরকার পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাস্তায় বিক্ষোভ-প্রতিবাদ।

বিক্ষোভকারীদের সবচেয়ে সাধারণ দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। গত ১২ মে নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। যে কোনো নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করে ইসি। আওয়ামী লীগের প্রতি ব্যাপক বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও দলটির এখনও কিছুটা সমর্থন রয়েছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরাফাত জোর দিয়ে বলেন, দলটির প্রতি ‘জনগণের ম্যান্ডেট’ ছিল। কিন্তু ‘জিহাদিরা’ সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। তারা ‘বাংলাদেশে নিজেদের ন্যায্য স্থান পুনরুদ্ধারের জন্য লড়বেন’। 

নিবন্ধে বলা হয়, ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ এখনও দেশজুড়ে অস্থিরতা সৃষ্টিতে সক্ষম হতে পারে।


 

সম্পর্কিত নিবন্ধ