ফয়সাল-আশিকুরের জোড়া আঘাতে সাফের ফাইনালে বাংলাদেশ!
Published: 16th, May 2025 GMT
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ইতিহাসের আরেক ধাপে পা রাখল বাংলাদেশ যুবদল। সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আজ শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে দুই দলই গোলবঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আশিকুর। তাতে বাংলাদেশ শিবিরে আসে প্রথম আনন্দের ঢেউ।
এই গোলে আত্মবিশ্বাস পেয়ে যায় লাল-সবুজরা। মিনিট সাতেক পর আবারও ফয়সালের নাম উঠে আসে স্কোরশিটে। দারুণ এক দৌড়ে রক্ষণচ্যুত হয়ে বল জাল ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন এই উদীয়মান মিডফিল্ডার।
আরো পড়ুন:
ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
নেপাল অবশ্য হার মানতে রাজি ছিল না। ৮৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বাকি সময়টুকুতে রক্ষণদেয়াল আঁটসাঁট করে ধরে রাখে বাংলাদেশ, নিশ্চিত করে বহু কাঙ্ক্ষিত জয়।
এ জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল। এখন তারা এক কদম দূরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব থেকে।
আজ রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ফ চ য ম প য়নশ প ফ টবল র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ