ফয়সাল-আশিকুরের জোড়া আঘাতে সাফের ফাইনালে বাংলাদেশ!
Published: 16th, May 2025 GMT
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ইতিহাসের আরেক ধাপে পা রাখল বাংলাদেশ যুবদল। সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আজ শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে দুই দলই গোলবঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আশিকুর। তাতে বাংলাদেশ শিবিরে আসে প্রথম আনন্দের ঢেউ।
এই গোলে আত্মবিশ্বাস পেয়ে যায় লাল-সবুজরা। মিনিট সাতেক পর আবারও ফয়সালের নাম উঠে আসে স্কোরশিটে। দারুণ এক দৌড়ে রক্ষণচ্যুত হয়ে বল জাল ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন এই উদীয়মান মিডফিল্ডার।
আরো পড়ুন:
ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
নেপাল অবশ্য হার মানতে রাজি ছিল না। ৮৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বাকি সময়টুকুতে রক্ষণদেয়াল আঁটসাঁট করে ধরে রাখে বাংলাদেশ, নিশ্চিত করে বহু কাঙ্ক্ষিত জয়।
এ জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল। এখন তারা এক কদম দূরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব থেকে।
আজ রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ফ চ য ম প য়নশ প ফ টবল র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ১৭/০৫/২০২৫ তারিখের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ‘পুনঃ পরীক্ষার প্রবেশপত্র’ ডাউনলোড করেননি তাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুন ডাউনলোডকৃত প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
আগামী ১৭ মে (শনিবার) বেলা ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে। শুধু গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা২২ ঘণ্টা আগেগত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদে (ব্যবসায় শিক্ষা ইউনিট, যা ‘গ’ ইউনিট নামে পরিচিত) চলতি শিক্ষাবর্ষে (২০২৪-২৫) প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে এমসিকিউ পরীক্ষা হয় ৬০ নম্বরের আর লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বরে। তবে এমসিকিউ প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে সুষ্ঠু ফলাফল প্রকাশে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন দেন ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী। এতে ফল না পেয়ে তিনি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ মার্চ হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে এমসিকিউ পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত হয়। এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আদালতে আবেদন করা হয়।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট১৫ মে ২০২৫