সড়ক না থাকায় ৯ কোটি টাকার ৪ সেতু অকেজো
Published: 16th, May 2025 GMT
বগুড়ার সারিয়াকান্দিতে চলাচলে ভোগান্তি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকার লোকজন। এর পরিপ্রেক্ষিতে চারটি স্থানে সেতু নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। চারটিরই নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু দু’পাশে সড়ক না থাকায় সেগুলো কাজে আসছে না। এতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি সেতু অকেজো পড়ে আছে। মানুষের চলাচলে ভোগান্তিও বেড়েছে।
একটি প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ায় এবং সড়ক নির্মাণে আলাদা বরাদ্দ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে ভোগান্তির শিকার কুশাহাটা গ্রামের আব্দুস সামাদের ভাষ্য, “আমরা একটি সেতু নির্মাণের জন্য বিভিন্ন মহলে ধরনা দিয়েছি দীর্ঘদিন। সেতু নির্মাণ করা হলেও দু’পাশে সড়ক না থাকায় এগুলো কাজে আসছে না। সেতু নির্মাণ করা হলেও আমাদের কোনো উপকার হলো না।”
উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের হসপিতলা-কুশাহাটা এলাকায় একটি সেতুর অভাবে এলাকার মানুষ দুর্ভোগের শিকার দীর্ঘদিন ধরে।
বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। কৃষিপণ্য আনা-নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে মানুষের ভোগান্তির শেষ নেই। এ কারণে স্থানীয় লোকজনের আবেদনে ৬ কোটি ৫১ লাখ
১৬ হাজার টাকা ব্যয় ধরে সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২১ সালের ১ এপ্রিল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয় ২০২৪ সালের ৩০ এপ্রিল। কাজ চলমান অবস্থায় নির্মাণসামগ্রীর
ব্যয় বেড়ে গেলে আরও প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি প্রায় এক বছর আগে শেষ হলেও দু’পাশে সড়ক না থাকায় মানুষ চলাচল করতে পারছেন না।
স্থানীয় হাটফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক মোহাম্মদ বলেন, সেতু মানুষের উপকারে আসতে হলে দু’পাশে সড়ক থাকা জরুরি। সেটি না থাকায় বিপুল টাকা অপচয়ের শামিল হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ কনস্ট্রাকশনের প্রতিনিধি রাজিব আহসানের ভাষ্য, ‘আমাদের কাজ ছিল সেতু নির্মাণ করা। সড়কের জন্য বরাদ্দ ছিল না বলে আমরা নির্মাণ করিনি। এতে এলাকার মানুষ সুফল পাচ্ছে না।’
দু’পাশে সড়ক নির্মাণের জন্য নতুন প্রকল্প হাতে নিতে হবে বলে জানান উপজেলা প্রকৌশলী তুহিন সরকার। তিনি বলেন, সড়ক ছাড়া সেতুটি মানুষ ব্যবহার করতে পারবেন না।
পৌর এলাকার দেলুয়াবাড়ী-কৈয়রপাড়া এলাকায় সড়ক না থাকায় সেখানে নতুন নির্মাণ করা তিনটি ছোট আকারের সেতুও কাজে আসছে না। জানা গেছে, দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৈয়রপাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণ ও মেরামতের কাজ ফেলে রেখেই ঠিকাদার ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান। এতে সড়কের কাজ বন্ধ হয়ে আছে। ফলে দেলুয়াবাড়ী, কৈয়রপাড়া, নবাদরী, দিঘলকান্দি, আন্দরবাড়ি, ধাপ কুঠিবাড়ীসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে তিনটি সেতু (কালভার্ট) ও দু’পাশে মাটির সড়কের জন্য ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৫৬ লাখ টাকা। ৮০০ মিটার দৈর্ঘ্যের সড়কের কাজ ২০২৩ সালে শেষ করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত কাজ হয়েছে ৩০ শতাংশ। এর মধ্যে সেতুগুলোর কাজ পুরোপুরি শেষ হয়েছে।
আন্দরবাড়ি গ্রামের খোকন প্রামাণিক ও কৈয়রপাড়ার ময়েজ উদ্দিন বলছিলেন, সড়ক নির্মাণ না করে কালভার্টগুলো করায় কোনোটিই কাজে আসছে না। আগের চেয়ে দুর্ভোগ আরও বেড়েছে। বন্যার সময় চলাচল করা যায় না। কৃষিজমিতে যেতে পারেন না। ফসল বাড়িতে আনতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে বিভিন্ন গ্রামের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করে। এখন সবাই কষ্ট পাচ্ছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেসার্স শান্ত ইসলাম গ্রুপ কাজটি পেয়েছিল। এ ব্যাপারে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফয়েজ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম বলেন, ঠিকাদার লাপাত্তা হওয়ায়
মাঝপথে কাজ বন্ধ হয়ে আছে। প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে ফের দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। সড়ক নির্মাণ করতে দরপত্র আহ্বান করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক ন র ম ণ ন র ম ণ কর প রকল প র জন য এল ক র উপজ ল সরক র সড়ক র
এছাড়াও পড়ুন:
কৃষি গুচ্ছে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ, ১২৭ শিক্ষার্থী পেলেন বিষয় বরাদ্দ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আরও ১২৭ শিক্ষার্থীকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ জনকে মেধাক্রম অনুসারে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২৭ জন নতুন করে আসন পেয়েছেন এবার।
তালিকা দেখতে ক্লিক করুন।
আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা১৬ মে ২০২৫