পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতায় (পিএমএনসি) ২০২৫ সালে বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। সবচেয়ে বড় আকর্ষণ ছিল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আর চলতি আসরে ‘পিএমএসএল সিএসএ’ আসরে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাকে সমর্থন করেছে। তারুণনির্ভর জেন-জি প্রজন্মকে উৎসাহিত করতে ও মোবাইল গেম প্যাশনকে উদ্দীপ্ত করতে আধুনিক ডিভাইস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
পিএমএনসির মতো বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে তার গেমকেন্দ্রিক স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছে– দীর্ঘ ব্যাটারি, মসৃণ গেমপ্লে, রেসপনসিভ টাচ ও মানোন্নত কুলিং পরিষেবা দেবে। উদ্যোগটি তরুণ
ই-স্পোর্টস প্রতিভার স্বপ্নের
বাস্তবায়নে সহায়ক।
পিএমএনসি চলতি আসরের চূড়ান্ত পর্বের সমাপ্তিতে এওয়ান ই-স্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ‘পিএমএসএল সিএসএ’ পর্বে অংশ নেবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের
হয়ে প্রতিনিধিত্ব করবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাপ্তাই হ্রদে পানির স্বল্পতা, বিদ্যুৎ উৎপাদন কমেছে ২০২ মেগাওয়াট
তীব্র গরম ও বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর তলানিতে গিয়ে ঠেকছে। এমন পরিস্থিতিতে এই লেকের পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে চারটি ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে সচল থাকলে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। পানি স্বল্পতায় বর্তমানে পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ নম্বর ইউনিট দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমেছে ২০২ মেগাওয়াট।
তিনি আরোও জানান, বর্তমানে লেকে পানি রয়েছে ৭৭ দশমিক ৫১ মিনস সি লেভেল (এমএসএল), কিন্তু রুলকার্ভ অনুযায়ী এই সময় পানি থাকার কথা ৭৯ দশমিক ২৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সামনে বৃষ্টিপাত হলে লেকের পানি বৃদ্ধি পাবে, তখন বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।
আরো পড়ুন:
রূপপুর বিদ্যুৎ প্রকল্প ‘বন্ধের ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন
আঞ্চলিক অর্থনীতি ও নেপালের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
ঢাকা/শংকর/মাসুদ