Samakal:
2025-07-12@11:11:33 GMT

সাইবার গেমে বিশ্বসেরার লড়াই

Published: 18th, May 2025 GMT

সাইবার গেমে বিশ্বসেরার লড়াই

পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতায় (পিএমএনসি) ২০২৫ সালে বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। সবচেয়ে বড় আকর্ষণ ছিল বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আর চলতি আসরে ‘পিএমএসএল সিএসএ’ আসরে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাকে সমর্থন করেছে। তারুণনির্ভর জেন-জি প্রজন্মকে উৎসাহিত করতে ও মোবাইল গেম প্যাশনকে উদ্দীপ্ত করতে আধুনিক ডিভাইস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
পিএমএনসির মতো বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে তার গেমকেন্দ্রিক স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছে– দীর্ঘ ব্যাটারি, মসৃণ গেমপ্লে, রেসপনসিভ টাচ ও মানোন্নত কুলিং পরিষেবা দেবে। উদ্যোগটি তরুণ
ই-স্পোর্টস প্রতিভার স্বপ্নের
বাস্তবায়নে সহায়ক।
পিএমএনসি চলতি আসরের চূড়ান্ত পর্বের সমাপ্তিতে এওয়ান ই-স্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ‘পিএমএসএল সিএসএ’ পর্বে অংশ নেবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের 
হয়ে প্রতিনিধিত্ব করবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

প্রায় আট মাস পর রাঙামাটির কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে একসাথে চালু করা হয়েছে পাঁচটি ইউনিট। আর এই পাঁচ ইউনিট চালুর মাধ্যমে বর্তমানে এই কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 

এর আগে চারটি ইউনিট চালু রেখে ১৭২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “গতকাল বুধবার (৯ জুলাই) রাত আটটায় এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলো ইউনিট চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট।” 

তিনি জানান, পাঁচটি ইউনিট মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত  ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। 

গতকাল বুধবার (৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯৬.৪১ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫.২৮ (এমএসএল) মিনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

প্রসঙ্গত, নভেম্বর মাস থেকে কাপ্তাই হ্রদে পানি স্তর কমতে থাকলে পাঁচটি ইউনিটের মধ্যে একটি একটি করে বন্ধ হতে থাকে। শুষ্ক মৌসুমে মাত্র একটি ইউনিট চালু রেখে সর্বনিম্ন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পরবর্তীতে বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে এক এক করে বর্তমানে পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে।

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে