৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি
Published: 21st, May 2025 GMT
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধসহ ৭ দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচির আলোকে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক সংস্কার চাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ঢালাওভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত চার মাসে চার হাজার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি, সংযুক্তিসহ হয়রানিমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে।
তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূত করার উদ্যোগ নিয়েছিল। তবে বোর্ডের অনাগ্রহে তা বাস্তবায়ন হয়নি। এখন সমিতির কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে বোর্ড। আন্দোলনের অজুহাতে এখন পর্যন্ত ২৯ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, অর্ধশতাধিক কর্মীকে বরখাস্ত, স্ট্যান্ড রিলিজপূর্বক সংযুক্ত এবং নিজ জেলা থেকে গড়ে ৪০০-৫০০ কিমি দূরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ ছাড়া স্মারকলিপির জন্য গণস্বাক্ষর কার্যক্রম চালানোয় সাতজনকে বরখাস্ত করা হয়েছে। মামলা, গ্রেপ্তার ও কারাবন্দির শিকারও হয়েছেন অনেকে।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– সমিতির কর্মীদের দমন-পীড়নের জন্য আরইবি চেয়ারম্যানের অপসারণ, এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন, জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য দ্রুত জনবলের ঘাটতি পূরণ করা এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করা।
এদিকে তাদের কর্মসূচিতে আজই এনসিপি শ্রমিক উইং, জুলাই অধিকার পরিষদ, সার্বভৌমত্ব আন্দোলন ও নাগরিক ঐক্য সংহতি জানিয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ম দ র র কর ম ম লক ব হয়র ন
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুৎ সমিতির ‘মার্চ টু ঢাকা’ বুধবার
সাত দফা দাবিতে বুধবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এবার বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এসব সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দুই দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এবার সাত দফা দিয়েছেন তাঁরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন–পীড়নের অভিযোগে আরইবি চেয়ারম্যানের অপসারণ দাবি করেছে পবিস। তা ছাড়া এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি ও পবিসকে একত্র করে অন্যান্য বিতরণ সংস্থার মতো পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে।
পবিসের দাবির মধ্যে আরও আছে মিটার রিডার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল। হয়রানি ও শাস্তিমূলক আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নামে চলমান মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়ে গত ২১ জানুয়ারি ও ২৬ এপ্রিল দুই দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। এ সময় ২৮ হাজার ৩০৭ জন কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষর জমা দেওয়া হয়। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি।
আরইবি ও সমিতি একীভূত করা এবং সমিতির অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ী করার দাবিতে গত বছরের জানুয়ারি থেকে টানা কর্মবিরতিসহ বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন পবিসের কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে চাকরিচ্যুতি ও আটকের প্রতিবাদে ১৭ অক্টোবর দেশের অন্তত ৩৩টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন সমিতির কর্মকর্তা–কর্মচারীরা।
পরে ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করেন তাঁরা। ওই দিন ২৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর সমিতির কর্মকর্তাদের নামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে আরইবি। এতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনআরইবির করা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি২৪ এপ্রিল ২০২৫