গুজরাটকে হারিয়ে মর্যাদা রক্ষা লক্ষ্ণৌর
Published: 23rd, May 2025 GMT
আইপিএল ২০২৫-এর ৬৪তম ম্যাচে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) নিজেদের মর্যাদা রক্ষার্থে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল। টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে এলএসজি প্রমাণ করল, তারা এখনও প্রতিপক্ষের জন্য হুমকি। ম্যাচের নায়ক ছিলেন মিচেল মার্শ, যিনি তার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত গড়ে দেন।
টস হেরে ব্যাট করতে নেমে এলএসজি ওপেনার এডেন মার্করাম ও মিচেল মার্শের ৯১ রানের জুটি দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। মার্করাম ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, মার্শ ছিলেন অপ্রতিরোধ্য। ৬৪ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি এলএসজিকে ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রানের বিশাল স্কোর এনে দেন। এটি ছিল চলতি আসরে কোনো বিদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।
মার্শের সঙ্গে নিকোলাস পুরান ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ঋষভ পান্ত ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন, যা এলএসজির স্কোরবোর্ডকে আরও সমৃদ্ধ করে।
আরো পড়ুন:
সাকিবের দারুণ বোলিং, জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল লাহোর
পিএসএলের বাকি ম্যাচগুলোতে থাকছে না ‘ডিআরএস’
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা ভালো হলেও, উইলিয়াম ও'রুর্কির দুর্দান্ত বোলিংয়ে তাদের ইনিংস ভেঙে পড়ে। ও'রুর্কি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন, যার মধ্যে ছিলেন সাই সুদর্শন, শেরফান রাদারফোর্ড ও রাহুল তেওয়াটিয়া
গুজরাটের ওপেনার শুবমান গিল ও জস বাটলার যথাক্রমে ৩৫ ও ৩৩ রান করেন। মাঝে শেরফান রাদারফোর্ড ও শাহরুখ খান ৮৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। শাহরুখ ২৯ বলে ৫৭ রান করেন, কিন্তু দলের জয় নিশ্চিত করতে পারেননি। গুজরাট ২০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে থামে। আর লক্ষ্ণৌ জয় পায় ৩৩ রানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়ে ট্রাম্প কী ভাবছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, তিনি আপাতত এমন কোনো চুক্তির কথা ভাবছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন পরিকল্পনা নিয়েও ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেছেন। কারণ, এসব দেশ পরে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে দিতে পারে। বিষয়টি নিয়ে ট্রাম্পের ভাষ্য হলো, তিনি যুদ্ধকে আরও তীব্র করতে চান না।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের সবশেষ এ মন্তব্য থেকে বোঝা যায়, ইউক্রেনকে টমাহক দিতে তিনি এখনো অনিচ্ছুক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছেন?
জবাবে ট্রাম্প বলেন, ‘না, আসলে তা নয়।’ তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে নিজের মত বদলাতে পারেন।
গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ধারণা নিয়ে আলোচনা হয়।
গত শুক্রবার মার্ক রুত্তে বলেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে আসছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনকে টমাহক দেওয়া হলে পরিণতি ভালো হবে না।
আরও পড়ুনটমাহক কত দূরে আঘাত হানতে পারে, রাডারে কেন ধরা পড়ে না২০ ঘণ্টা আগেদ্য গার্ডিয়ান ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়।
ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে