গুজরাটকে হারিয়ে মর্যাদা রক্ষা লক্ষ্ণৌর
Published: 23rd, May 2025 GMT
আইপিএল ২০২৫-এর ৬৪তম ম্যাচে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) নিজেদের মর্যাদা রক্ষার্থে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল। টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে এলএসজি প্রমাণ করল, তারা এখনও প্রতিপক্ষের জন্য হুমকি। ম্যাচের নায়ক ছিলেন মিচেল মার্শ, যিনি তার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত গড়ে দেন।
টস হেরে ব্যাট করতে নেমে এলএসজি ওপেনার এডেন মার্করাম ও মিচেল মার্শের ৯১ রানের জুটি দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। মার্করাম ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, মার্শ ছিলেন অপ্রতিরোধ্য। ৬৪ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি এলএসজিকে ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রানের বিশাল স্কোর এনে দেন। এটি ছিল চলতি আসরে কোনো বিদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।
মার্শের সঙ্গে নিকোলাস পুরান ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ঋষভ পান্ত ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন, যা এলএসজির স্কোরবোর্ডকে আরও সমৃদ্ধ করে।
আরো পড়ুন:
সাকিবের দারুণ বোলিং, জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল লাহোর
পিএসএলের বাকি ম্যাচগুলোতে থাকছে না ‘ডিআরএস’
২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা ভালো হলেও, উইলিয়াম ও'রুর্কির দুর্দান্ত বোলিংয়ে তাদের ইনিংস ভেঙে পড়ে। ও'রুর্কি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন, যার মধ্যে ছিলেন সাই সুদর্শন, শেরফান রাদারফোর্ড ও রাহুল তেওয়াটিয়া
গুজরাটের ওপেনার শুবমান গিল ও জস বাটলার যথাক্রমে ৩৫ ও ৩৩ রান করেন। মাঝে শেরফান রাদারফোর্ড ও শাহরুখ খান ৮৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। শাহরুখ ২৯ বলে ৫৭ রান করেন, কিন্তু দলের জয় নিশ্চিত করতে পারেননি। গুজরাট ২০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে থামে। আর লক্ষ্ণৌ জয় পায় ৩৩ রানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
দাবি মেনে নেওয়ায় ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুপুর থেকে রফিক ভবনের নিচে অনশন শুরু করেছিলেন।
আরো পড়ুন:
যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা; জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
অনশনকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমাদের দাবি ছিল বৃত্তি প্রদানের নির্দিষ্ট তারিখ, জকসুর রোডম্যাপ ঘোষণা এবং লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধি। প্রশাসন এগুলো মেনে নিয়েছে। কিছুটা ধোঁয়াশা থাকলেও আমরা আস্থা রেখে অনশন ভেঙেছি।”
বাগছাসের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হবে।”
অনশনকারী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এমকেএম রাকিব বলেন, “প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিক্ষার্থীরা দ্রুতই তাদের কাঙ্ক্ষিত বৃত্তি পাবে এবং অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের আমেজ তৈরি হবে।”
অনশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এবারই প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো।
ঢাকা/লিমন/ইভা