রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠকে প্রধান উপদেষ্টা
Published: 25th, May 2025 GMT
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৫ মে) বিকেল ৫টা ৫০ মিনিটে সরকারপ্রধানের বাসভবন যমুনায় শুরু হওয়া প্রথম বৈঠকে ১০টি দলের একজন করে প্রতিনিধি অংশ নেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় দফার বৈঠকে বিভিন্ন দলের ৯ নেতার সঙ্গে বসেন সরকারপ্রধান।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
কোনো দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ড.
দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা হলেন- মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগে বিকালে প্রথম দফার বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন অংশ নেন।
শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিসির রিস্টার্ট মোড
অতিরিক্ত গরমের কারণে দীর্ঘক্ষণ চলা ডিভাইসে বাড়তি তাপমাত্রার সঞ্চার হয়। মাল্টিটাস্কিং কাজের সময় হঠাৎ করেই ল্যাপটপে বা পিসি বিশেষ মোডে গিয়ে রিস্টার্ট হতে পারে। তা বারবার বা পুনরাবৃত্তি হতে পারে। কারণ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু না হয়ে অনেক সময় সেফ মোডে চলে যায়। আবার অনলাইনে আপডেট হয়ে না থাকলে ডিভাইস এমন মোডে চলে যেতে পারে। সেফ মোড হচ্ছে উইন্ডোজের বিশেষ অবস্থা।
যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল আর সব ড্রাইভার নিয়ে লোড হয়। সহজে বলা যায়, পিসির বিপৎকালে যখন ন্যূনতম প্রস্তুতিতে সিস্টেম চালু করতে হয়।
হুট করেই উইন্ডোজ সেফ মোডে চালু হলে প্রাথমিকভাবে রিস্টার্ট করে সমাধান পাওয়া যেতে পারে। পরে স্বাভাবিকভাবে তা সচল হয় কিনা, তা পরীক্ষা করে নিতে হবে। এ কাজে কয়েকবার ব্যর্থ হলে বুঝতে হবে সমস্যাটি স্বাভাবিক নয়; বরং কিছুটা জটিল রূপ ধারণ করেছে। উইন্ডোজের কোনো আবশ্যক বা জরুরি ফাইলের ক্ষতি বা হার্ডওয়্যারের সমস্যার কারণে এমন সমস্যা হতে পারে।
নতুন কোনো হার্ডওয়্যার সেটিংস বদলের ফলে যদি উইন্ডোজ কয়েক দফায় সেফ মোডে চলে যায়, তাহলে আগের সেটিংস রিভার্স করে নেওয়াই হবে দ্রুত ও সহজ সমাধান। অপারেটিং সিস্টেম উইন্ডোজের এমন মোডকে বলা হয় ডায়াগনস্টিক মোড। উইন্ডোজ চালু হওয়ার সময় এফ-এইট কি প্রেস করলে যে মেন্যু দৃশ্যমান হয়, সেখান থেকে সেফ মোড চালু করা যাবে। যেহেতু এটি ডায়াগনস্টিক মোড, তাই এমন অবস্থান ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে বাড়তি কোনো কিছু, যেমন– সাউন্ড, হাই কালার ডিসপ্লে ও প্রিন্টারের মতো ডিভাইস একবারেই কাজ করবে না।