ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে কাজ করতে গিয়ে ‘পুশ ইন’ হওয়া ৩৯ বাংলাদেশিকে নিজ নিজ জেলায় স্বজনদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। তাঁদের অধিকাংশই কুড়িগ্রাম ও গাইবান্ধার বাসিন্দা।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, সীমান্তবর্তী ভারত থেকে পুশ ইনের পর আটক হওয়া ২৭ জন গত বৃহস্পতিবার সকাল থেকে ফুলগাজী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল। ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে পাঁচ দিন অবস্থান শেষে গতকাল সোমবার বিকেলে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আটক ২৭ জনের মধ্যে ২৫ জন কুড়িগ্রাম ও ২ জন গাইবান্ধা জেলার বাসিন্দা। প্রত্যেকের পরিচয় শনাক্ত শেষে নিজ নিজ উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে ছাগলনাইয়া উপজেলা সীমান্তে পুশ ইন হওয়া ১২ বাংলাদেশি নাগরিককে গত রোববার বিকেলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা বলেন, পুশ ইনের পর থেকে তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়। কুড়িগ্রামে দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও পুলিশ ওই ১২ জনের পরিচয় নিশ্চিত করেছে। পরে স্বজনের উপস্থিতিতে আটক ব্যক্তিদের কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পুশ ইন হওয়া ব্যক্তিরা পুলিশকে জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে কাজের সন্ধানে তাঁরা কোনো ধরনের কাগজপত্র ছাড়া স্থানীয় দালালদের মাধ্যমে ভারতে চলে যান। ভারতের হরিয়ানা রাজ্যের খরগোদায় ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখানে ইটভাটার মালিকের কাছে বেতন চাইলে বাংলাদেশে পাঠানোর হুমকি দেওয়া হতো এসব শ্রমিককে।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ মে ভোররাতে ফেনীর ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের পূর্ব সীমান্তের খাজুরিয়া এলাকা দিয়ে ১২ জন, পশ্চিম সীমান্তের নোয়াপুর এলাকা দিয়ে ৮ জন ও গাবতলা এলাকা দিয়ে ৭ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবির ৪ ফেনী ব্যাটালিয়ন ও ১০ কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন টহল দলের সদস্যরা ২৭ জনকে আটক করেন। পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের ফুলগাজী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে বিজিবি। একই দিন বিএসএফ বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে ১২ জনকে পুশ ইন করে। পরে বিজিবি তাঁদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে। তাঁদের মধ্যে ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত ১০টি শিশু ভারতে জন্মগ্রহণ করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত প শ ইন উপজ ল

এছাড়াও পড়ুন:

পায়ে থাকা নূপুর দেখে বোনের লাশ শনাক্তের দাবি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যের একজন নার্গিস আক্তার বলে দাবি করেছেন বোন পরিচয় দেওয়া মৌসুমি। তাঁর দাবি, পায়ে থাকা নূপুর দেখে বোনের লাশ শনাক্ত করেছেন তিনি।

আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে প্রথম আলোকে এ কথা বলেন মৌসুমি।

গতকাল মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো গতকাল সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনমিরপুরে আগুন: ১০ জনের লাশ শনাক্তের দাবি স্বজনদের১ ঘণ্টা আগে

মৌসুমি প্রথম আলোকে বলেন, তাঁর বোন নার্গিস (১৯) মাত্র ১৫ দিন আগে চারতলা ভবনটির তিনতলার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। নার্গিস কোনো মুঠোফোন ব্যবহার করতেন না। কারখানাটির লাইনম্যানের কাছ থেকে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে বোনের লাশ শনাক্ত করেন তিনি।

মৌসুমি বলেন, পায়ে থাকা নূপুর দেখে তিনি তাঁর বোনের লাশ চিনতে পেরেছেন।

মৌসুমি জানান, তাঁদের বাবার নাম ওয়াজিউল্লাহ। তিনি ফলের আড়তে কাজ করেন।

মর্গের সামনে জড়ো হওয়া ভুক্তভোগী স্বজনদের একজন ফাতেমা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে মাহিরা আক্তার (১৪) চারতলা ভবনটির তিনতলার কারখানায় কাজ করতেন। মেয়ের লাশ দেখে তিনি চিনতে পেরেছেন।

ফাতেমা বেগম (বাঁয়ে) বলছেন, তাঁর মেয়ের নাম মাহিরা আক্তার। তাঁর লাশ শনাক্ত করতে পেরেছেন তিনি। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে

সম্পর্কিত নিবন্ধ

  • ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন, স্বজনদের ডিএনএ নমুনা নেবে সিআইডি
  • পায়ে থাকা নূপুর দেখে বোনের লাশ শনাক্তের দাবি
  • মিরপুরে আগুন: ১০ জনের লাশ শনাক্তের দাবি স্বজনদের
  • ঢামেক মর্গে ১৬ মরদেহ, ছবি হাতে স্বজনদের আহাজারি
  • স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন
  • বরিশালে আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি মাপজোখে বাধা ও মারধর, যুবদল নেতার কারাদণ্ড
  • শেরপুরে বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড
  • জয়পুরহাটে শিকলবন্দী বানরকে মুক্ত করল বন বিভাগ
  • দলছুট বানর শিকল দিয়ে বাড়িতে বেঁধে রেখেছেন, বিক্রি করতে চান ১২ হাজার টাকায়