খাসজমিতে দোকানপাট পানিপ্রবাহের নালা বন্ধ
Published: 27th, May 2025 GMT
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে সরকারি রাস্তার জমি দখল করে স্থাপন করা হয়েছে দোকানপাট। সড়ক-সংলগ্ন নালার মুখে ময়লা-আবর্জনার স্তূপ জমে বন্ধ হয়ে গেছে। এতে করে ঝিলের পানিপ্রবাহে বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা বলছেন, ঝিলের পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় বর্ষায় জলাবদ্ধতায় ভুগতে হয় আবাসিক এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতির পরিবর্তন না ঘটলে আসন্ন বর্ষায় এলাকার প্রতিটি বাড়িতে ময়লা পানি ওঠার আশঙ্কা করছেন তারা।
শমশেরনগর বাজার এলাকা ভানুগাছ রোডে হাজী মো.
স্থানীয়রা জানান, কালিবাড়ী মার্কেটের বিপরীতে চা বাগান ঝিলের সীমানাপ্রাচীরের বাইরে ১০ থেকে ১৫ বছর আগে কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার সরকারি জমি দখল করে দোকান স্থাপন করেন। পরে এসব দোকান নিরাপত্তার টাকা নিয়ে ভাড়া দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে রাস্তার সরকারি জমিতে একটি ভলকানাইজিং, দুটি রেস্তোরাঁ, দুটি স্টেশনারি দোকান, সাইকেল মেকারের দোকান, সিএনজি অটোরিকশাচালক সমিতি, মাইক্রোবাস (লাইটেস) চালক সমিতি ও ট্রাক, পিকআপচালক সমিতির অফিস স্থাপন করা হয়। এ পথে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা যাতায়াত করলেও এসব স্থাপনা উচ্ছেদে কোনো পদক্ষেপ নেন না।
অন্যদিকে দখলকৃত জমির পেছনে শমশেরনগর কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানিপ্রবাহের নালার মুখ বন্ধ করে ফেলার অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ময়লা-আবর্জনা ফেলা হয়। ময়লা-আবর্জনায় নালার মুখ বন্ধ হওয়ায় মাছবাজারসহ বাসাবাড়ির ময়লা কালো পানি রাস্তার ওপরে চলে আসছে। ফলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচলে এ এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে।
সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় এ পথে চলাচলকারী শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন।
শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারের ময়লা-আবর্জনা ফেলে ঝিলের পানিপ্রবাহের নালার মুখ বন্ধ করে ফেলা হয়েছে। নালার ওপর দোকানঘর থাকায় পরিচ্ছন্নতা কাজেও বাধা সৃষ্টি হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে।
শমশেরনগর বাজার ইজারাদার আসাইদ মিয়া জানান, তিনি মাত্র কয়েক দিন আগে বাজারের দায়িত্ব নিয়েছেন। আগের ইজারাদার নালা নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় সেটি ভরে গিয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়।
দখলকৃত জায়গার শিঙাড়া বিক্রেতা সাইফুল ইসলাম জানান, এই জায়গার মালিক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবলুর ছোট ভাই শিবলু মিয়া। তাঁর কাছ থেকে ভাড়া নিয়ে দোকানদারি করছেন তিনি। প্রতি মাসে তাঁকে ৩ হাজার টাকা ভাড়া দিতে হয়। মালিক নিজে এসে ভাড়া নিয়ে যান। এদিকে চা ব্যবসায়ী মুমিন মিয়া বলেন, মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে তিনি ব্যবসা করছেন।
এ বিষয়ে দখলদার ব্যবসায়ী মাহমুদ আলীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি সরকারি জমি এ কথা সঠিক। তবে তিনি ২৫ হাজার টাকার বিনিময়ে ওই স্থানের দখল নিয়ে ঘর নির্মাণ করেছেন। পরে সেগুলো অন্য ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন। তিনি জানান, তাঁর মতো আরও অনেকেই বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জমির দখল নিয়ে দোকানপাট ভাড়া দিয়েছেন। কার কাছ থেকে জমি ভাড়া নিয়েছেন– এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন স্থানীয় এই ব্যবসায়ী।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর এ সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই-এক দিনের ভেতরে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ল র প ন প রব হ ন ল র ম খ বন ধ শমশ রনগর ব যবস য় করছ ন সরক র
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫