বাস্তবতা
তাত্ত্বিক -
সন্নিকটে অবস্থান; সম্পর্কের দৃঢ় ভিত্তি
ভদ্রতা আর বিনয়ী; সুসম্পর্কের টনিক
যোগাযোগ আর কেয়ার; সুসম্পর্কের আয়ু।
আর বাস্তবে যা ঘটে-
সন্নিকটে অবস্থান; অবহেলার পাত্র হওয়া
ভদ্রতা আর বিনয়ী; সুম্পর্কের ব্যাধি- দুর্বল ভাবা,
যোগাযোগ আর কেয়ার; সুম্পর্কের ক্যান্সার- যেন এক মরণব্যাধি।
ফলাফল-
সন্নিকটের গুরুত্ব হারিয়ে ফেললে বুঝে আসে তার সুফল-কুফল,
ভদ্রতা আর বিনয়ী কতটা ছিল দামী; বুঝে তখন, দূরত্ব হয় যখন।
যোগাযোগ আর কেয়ার কত উপকারী; বিপদে পড়িলে আর পাবে না তাহারে, তখন বুঝিবে কি ভুল করেছিল জীবনে।
করণীয়-
অবহেলার পাত্র হওয়ার আগে, দূরত্ব তৈরি করে গুরুত্ব বুঝানো,
ভদ্রতা আর বিনয়ী, যোগাযোগ আর কেয়ার'কে দুর্বল ভাবার আগে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব না দেওয়া।
সারকথা-
সময় পার হলে, দূরত্ব তৈরি হলে, সব হারিয়ে গুরুত্ব বুঝে লাভ নেই।
আরো পড়ুন
বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ’
পাঠক প্রিয়তা পাচ্ছে সাব্বির সেন্টু’র ‘স্বপ্নভরা দুটি চোখ’
ইতিহাসের এক আকড় গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’
বইমেলায় প্রিন্সের “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা
একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’
অমর একুশে বইমেলায় লিজা কামরুন্নাহারের দু’টি বই
সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ আর ক য় র বইম ল য়
এছাড়াও পড়ুন:
বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা
নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে র্তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ যুবদল নেতৃবৃন্দ। সোমবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।
সাবেক যুবদল নেতা আমির হোসেন জানান, মহানগর বিএনপি সাবেক নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যান্ত নেক্কার জনক ঘটনা। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমিসহ যুবদল নেতাকর্মীরা র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে হামলাকারি ডন বজলুসহ তার সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত রোববার দুপুরে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সোনারগাঁও এলাকার মূর্তিমান আতংক বজলু রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বিবস্ত্র করে সম্মানহানী করে।