ফড়িং অবয়বের জাম্পিং রোবট উদ্ভাবন করেছেন এমআইটির প্রকৌশলীরা, যা তুলনামূলক আকারে বায়বীয় রোবটের তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করে চ্যালেঞ্জিং ভূখণ্ড অতিক্রম করতে পারে। ক্ষুদ্র ঘরানার হপিং রোবটটি লম্বা বাধা অতিক্রম করতে পারে। অন্যদিকে, অমসৃণ বা তির্যক পৃষ্ঠের ওপর দিয়ে লাফ দিতে পারে, যা অনুরূপ আকারের বায়বীয় রোবটের চেয়ে প্রায় ১০ গুণ সক্ষম। উদ্ভাবনটি অনেক নতুন অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে কর্মযজ্ঞের ধারণা বদলে দেবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ মে) রাতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়, তখন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফেসবুকে তিনি লিখেন, “নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।”
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো লিখেন, “গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার।”
এর আগে গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার।
ঢাকা/সুকান্ত/রফিক