প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, যেসব সংস্কার আশু প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতার মধ্যে আছে, সেগুলো কমিশন নিজেরাই বাস্তবায়ন করবে। আর যেসব ক্ষেত্রে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশন করবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। ইসি তার প্রস্তুতির কথা বিস্তারিতভাবে জানিয়েছে। সংস্কারের বিষয়ে হাইকমিশনার জানতে চেয়েছেন। প্রধান কী কী বিষয়ে সংস্কার করতে যাচ্ছে ইসি, তা জানতে চেয়েছেন। কোনো সাহায্যের প্রয়োজন হলে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার।

সংস্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, যেসব সংস্কার আশু প্রয়োজনীয়, নির্বাচনের আগে করা সম্ভব এবং নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে রয়েছে, সেগুলো নির্বাচন কমিশন করবে। কিছু সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। এগুলো নির্বাচন কমিশনের হাতে নেই। এ ধরনের যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশন করবে।

ভোট প্রস্তুতির অগ্রগতি নিয়ে বৈঠকে তুলে ধরা বিষয় সম্পর্কে নাসির উদ্দিন বলেন, ভোটার তালিকা হালনাগাদ, কেনাকাটা থেকে আইনি সংস্কারের অগ্রগতি, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি ইত্যাদি জানানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক

এছাড়াও পড়ুন:

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার রাজধানীর জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনারের সঙ্গে ছিলেন কানাডার রাজনৈতিক উপদেষ্টা মি. মার্কাস ডেভিস এবং সহযোগিতা বিভাগের প্রধান ও কাউন্সেলর মি. স্টিফেন উইভার।

বৈঠকে রীয়াজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং কানাডার আগ্রহকে স্বাগত জানান।

কানাডীয় প্রতিনিধি দল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কানাডার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনী ট্রেনে বাংলাদেশ ও ভোটের হিসাব–নিকাশ
  • ‘লন্ডন ঘোষণার বাস্তবায়ন ঐকমত্য কমিশনের প্রতিবেদনে’
  • প্রধান বিচারপতি নিয়োগে দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
  • ‘জুলাই ঘোষণা’ সংবিধানের প্রস্তাবনায় নয়, তপশিলে চায় বিএনপি
  • ‘জুলাই ঘোষণা’ সংবিধানে নয়, তপশিলে চায় বিএনপি
  • প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ 
  • রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার চায় গণসংহতি আন্দোলন
  • সবার উদ্দেশ্য এক, লক্ষ্যেও নেই মতভিন্নতা: আলী রীয়াজ
  • ইসির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
  • জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক