শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে ‘অবমাননা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের পাদদেশে এসে এ পরিবেশনায় অংশ নেন তারা।

সংগীত পরিবেশনার আগে তারা ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘আজাদী না গোলামী, আজাদী আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন। স্লোগান দিতে দিতে আসেন শহীদ মিনারের সামনে।

আরো পড়ুন:

সমাধান না পেয়ে আবারো রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

৩ দাবিতে জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ বুধবার সকালে

এর আগে, শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে যখন খবর আসে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তখন আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন।

আন্দোলনের বিজয় ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জাতীয় সংগীত গাইতে শুরু করলে কিছু যুবক চিৎকার করে বলতে থাকে– ‘জাতীয় সংগীত হবে না’। গান থামাতে ব্যর্থ হয়ে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

সংগীত পরিবেশনের সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “আমরা চাই যদি জাতীয় সংগীত পরিবর্তন হয়, তখন আমাদের এই জাতীয় সংগীত গাওয়ার প্রয়োজন নাই। নতুন জাতীয় সংগীত যতদিন পর্যন্ত না হয়, ততদিন জাতীয় সংগীত অবমাননা করার অর্থ রাষ্ট্রদ্রোহীতা। আমরা কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করব না এবং হতেও দেব না। এই সঙ্গীতকে আমরা জাতীয় সংগীত হিসেবে মানি এবং ধারণ করি। ভবিষ্যতে কেউ যদি জাতীয় সংগীত অবমাননার চেষ্টা করে.

আমরা তাদের প্রতিহত করব।”

ঢাকা/আতিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স গ ত পর ব

এছাড়াও পড়ুন:

সীমানা নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত: ইসি সচিব

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ।

তিনি বলেন, “আমি তো বললাম যে, আইনি প্রক্রিয়ায় জিনিসটা আছে। বিষয়টি নিয়ে রিট করা হয়েছে। আদালতে জিনিসটা গেছে। এটা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে।”

আরো পড়ুন:

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচার

চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “সীমানা নিয়ে আপনাদের কৌতুহল আছে। সীমানা নিয়ে আমি যতটুকু আমার খবর নিয়েছি, ১৪টা রিট হয়েছে আজকে পর্যন্ত।এখন এটা আদালতের এখতিয়ারাধীন বিষয় বলে আমার মনে হয়।”

তিনি আরো বলেন, “এই বিষয়ে আদালতে যারা রিট করেছে তারাও আদালতের প্রতি আস্থাশীল। আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজেই সেভাবে এই বিষয়ে আদালত থেকে সিদ্ধান্তটা আসুক। সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে।”

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ