কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
Published: 15th, May 2025 GMT
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুরইছড়া বিওপি ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে শিশু, নারী ও পুরুষ আছেন। এ নিয়ে ৪ মে থেকে আজ বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত দেশের পাঁচ জেলার সীমান্ত দিয়ে ৩০২ জনকে ঠেলে দেওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুনমৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ২২ ঘণ্টা আগেবিজিবির মুরইছড়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে সীমান্তে টহল দেওয়ার সময় তাঁরা ১৪ জনকে ঘোরাফেরা করতে দেখেন। একপর্যায়ে ওই লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। আজ ভোরে মুরইছড়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ১৮৪২ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরিচয় জানা যায়।
আরও পড়ুনসিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক২২ ঘণ্টা আগেআটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের আবদুল জলিল (৪৮), জরিনা খাতুন (৭৫), কাজলি বেগম (৩০), হাবীব (২৩), ইছা মিয়া (২০), জলিলের ছেলে কাজল (১১), আলফিনা (১৮), আফসানা (১৮), শাহিনা বেগম (৭), হালিমা (১), মফিজুল ইসলাম (৪৫), মল্লিকা (৪০), মীম (১৯) ও মীমের ছেলে মমিন (৪ মাস)।
বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, আটক ব্যক্তিরা ক্যাম্পে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঅনতিবিলম্বে সীমান্তে ‘পুশ ইন’ বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি ১৩ মে ২০২৫আরও পড়ুনমুজিবনগর সীমান্ত দিয়ে ১০ ‘বাংলাদেশিকে’ ঠেলে পাঠাল বিএসএফ০৪ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ব এসএফ
এছাড়াও পড়ুন:
১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে পিকেএসএফ
দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০) অনুমোদন করা হয়েছে। রোববার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। কৌশলগত পরিকল্পনার আওতায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সহযোগী সংস্থা পর্যায়ে ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ থেকে সহযোগী সংস্থা পর্যায়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। আগামী অর্থবছরে বাড়তি অর্থায়নের ফলে সহযোগী সংস্থাগুলো তৃণমূলে আরও বেশি সংখ্যক মানুষকে অধিকতর কার্যকরভাবে পিকেএসএফের সেবা পৌঁছে দিতে পারবে।