মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুরইছড়া বিওপি ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে শিশু, নারী ও পুরুষ আছেন। এ নিয়ে ৪ মে থেকে আজ বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত দেশের পাঁচ জেলার সীমান্ত দিয়ে ৩০২ জনকে ঠেলে দেওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনমৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ২২ ঘণ্টা আগে

বিজিবির মুরইছড়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে সীমান্তে টহল দেওয়ার সময় তাঁরা ১৪ জনকে ঘোরাফেরা করতে দেখেন। একপর্যায়ে ওই লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। আজ ভোরে মুরইছড়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ১৮৪২ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরিচয় জানা যায়।

আরও পড়ুনসিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক২২ ঘণ্টা আগে

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের আবদুল জলিল (৪৮), জরিনা খাতুন (৭৫), কাজলি বেগম (৩০), হাবীব (২৩), ইছা মিয়া (২০), জলিলের ছেলে কাজল (১১), আলফিনা (১৮), আফসানা (১৮), শাহিনা বেগম (৭), হালিমা (১), মফিজুল ইসলাম (৪৫), মল্লিকা (৪০), মীম (১৯) ও মীমের ছেলে মমিন (৪ মাস)।

বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, আটক ব্যক্তিরা ক্যাম্পে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঅনতিবিলম্বে সীমান্তে ‘পুশ ইন’ বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি ১৩ মে ২০২৫আরও পড়ুনমুজিবনগর সীমান্ত দিয়ে ১০ ‘বাংলাদেশিকে’ ঠেলে পাঠাল বিএসএফ০৪ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ব এসএফ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০ জন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। এ নিয়ে আতঙ্ক চরমে পৌঁছেছে। 

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপেক্ষায় ভারতীয় সীমান্তে জড়ো হচ্ছে শত শত মানুষ। পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্তে এমন ঘটনা দেখা গেছে। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য শুধুমাত্র এই সীমান্তেই জড়ো হয়েছেন নারী শিশু সহ অন্তত ৩০০ জন বাংলাদেশি নাগরিক।

আরো পড়ুন:

সৌদিতে বাস-ট্যাংকার সংঘর্ষ, ৪২ ভারতীয় হজযাত্রীর মৃত্যুর আশঙ্কা

দিল্লির আত্মঘাতী বোমা হামলাকারীর সহযোগী গ্রেপ্তার

ভারতের বিভিন্ন রাজ্যে, শহর থেকে বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশকারী এই বাংলাদেশিরা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে এসে পৌঁছেছেন। কেউ দালালের মাধ্যমে কেউ আবার নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে এসেছেন সীমান্তে। কিন্তু বিএসএফের বাধায় সীমান্তেই আটকে পড়েছেন এই বাংলাদেশিরা। 

আটকে পড়া ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশের পর তারা কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালুরু থেকে মুম্বাইয়ের মতো শহরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন। কিন্তু সম্প্রতি ভারত জুড়ে শুরু হওয়া এসআইআরের কারণে জেল ও জরিমানা এড়াতে দেশে তারা ফিরতে চাইছেন। 

অফিসিয়াল বিবৃতি জারি না করলেও বিএসএফ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে এমন ছবি শুধুমাত্র হাকিমপুর সীমান্তের নয়। এই সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যাটা অনেক বেশি। বিএসএফ জানিয়েছে, আটকে পড়া এই বাংলাদেশিদের মানবিক বিবেচনায় গ্রেপ্তার করা হয়নি। তাদের বাংলাদেশি নাগরিকত্বের দাবির স্বপক্ষে নিথিপত্র বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়ন খতিয়ে দেখছে। পরবর্তীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের ভিত্তিতে আগামী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০ জন