রাজস্ব ফাঁকি: নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কোম্পানি সিলগালা
Published: 20th, May 2025 GMT
নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও পুনর্ব্যবহৃত স্ট্যাম্পসহ সিগারেট জব্দ করেছে। এছাড়া, রাজস্ব ফাঁকির অভিযোগে সিলগালা করা হয়েছে কারখানা।
সোমবার (১৯ মে) নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এবং র্যাব-১১, কাস্টমস, ভোক্তা অধিকার অধিদপ্তর, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
গোদাইলঘাট এলাকায় অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে ১৪ হাজার প্যাকেট সিগারেট (মোট ১ লাখ ৪০ হাজার শলাকা) এবং প্রায় ২১ লাখ পুনর্ব্যবহৃত নকল স্ট্যাম্প জব্দ করা হয়। কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের ভ্যাট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় ৬ লাখ টাকা, অর্থাৎ মাসে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। সে হিসেবে তারা গত পাঁচ বছরে প্রায় ১০০ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে। তারা ৫০ শতাংশ আসল স্ট্যাম্প ও ৫০ শতাংশ রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বাজারজাত করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছিল, তবে মাত্র সাত দিন পরেই তা পুনরায় চালু করে কার্যক্রম শুরু করে।
গতকালের অভিযানে উদ্ধারকৃত অবৈধ স্ট্যাম্পসমূহ ধ্বংস করা হয় এবং কারখানাটি পুনরায় সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তামাকজাত পণ্যে শুল্ক ফাঁকি ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাতটি ভবনে রাজউকের অভিযান, নকশাবহির্ভূত অংশ অপসারণ
ছবি: প্রথম আলো