নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও পুনর্ব্যবহৃত স্ট্যাম্পসহ সিগারেট জব্দ করেছে। এছাড়া, রাজস্ব ফাঁকির অভিযোগে সিলগালা করা হয়েছে কারখানা।

সোমবার (১৯ মে) নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এবং র‍্যাব-১১, কাস্টমস, ভোক্তা অধিকার অধিদপ্তর, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

গোদাইলঘাট এলাকায় অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে ১৪ হাজার প্যাকেট সিগারেট (মোট ১ লাখ ৪০ হাজার শলাকা) এবং প্রায় ২১ লাখ পুনর্ব্যবহৃত নকল স্ট্যাম্প জব্দ করা হয়। কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের ভ্যাট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় ৬ লাখ টাকা, অর্থাৎ মাসে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। সে হিসেবে তারা গত পাঁচ বছরে প্রায় ১০০ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে। তারা ৫০ শতাংশ আসল স্ট্যাম্প ও ৫০ শতাংশ রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বাজারজাত করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছিল, তবে মাত্র সাত দিন পরেই তা পুনরায় চালু করে কার্যক্রম শুরু করে।

গতকালের অভিযানে উদ্ধারকৃত অবৈধ স্ট্যাম্পসমূহ ধ্বংস করা হয় এবং কারখানাটি পুনরায় সিলগালা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তামাকজাত পণ্যে শুল্ক ফাঁকি ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল