দিল্লির হারের ম্যাচে উজ্জ্বল মোস্তাফিজ
Published: 22nd, May 2025 GMT
প্রথম ১৮ ওভারে দিল্লি ক্যাপিটালসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানের বেশি নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। মনে হচ্ছিল দিনটা মোস্তাফিজদের দিল্লিরই হতে যাচ্ছে।
কিন্তু শেষ ২ ওভারে সব ওলটপালট। ওয়াংখেড়েতে ৪৮ রান নিল মুম্বাই। তাতে ১৮০ রানের চূঁড়ায় যায় তাদের দলীয় রান। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দিল্লির এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ মোস্তাফিজের দল। ১২১ রানে আটকে যায় ১৮.
দল হারলেও বোলিংয়ে মোস্তাফিজ ছিলেন উজ্জ্বল। ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট পেয়েছেন। পাওয়ার প্লে’র তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় বলে দলকে প্রথম সাফল্য এনে দেন। তুলে নেন রোহিত শর্মার উইকেট। তার বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রোহিত। নিজের প্রথম ওভারে ৩ রানে ১ উইকেট পান বাংলাদেশের তারকা পেসার।
এক ওভার পর বোলিংয়ে এসে ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের ব্যাটে চার ছক্কা হজম করেন। ২ ওভারে তার বোলিংয়ের চিত্র ছিল এরকম, ২-০-১৫-১।
১৪তম ওভারে বোলিংয়ে ফিরে শুরুর চার বলে কেবল ২ রান দেন বাঁহাতি পেসার। কিন্তু পঞ্চম বলে সুরিয়াকুমার তার স্লোয়ার বল আগেভাগেই বুঝতে পেরে ছক্কা উড়ান। শেষ বলে আসে ১ রান।
১৮তম ওভারেও তিন ডট বল দেন মোস্তাফিজ। তবে চতুর্থ বলে হজম করেন চার। ৪ ওভার শেষে ৩০ রানে তার বোলিং ছিল আঁটসাঁট। ৭.৫০ ইকোনমিতে ডট বল ছিল ১০টি।
প্লে-অফের চার দলের তিনটি নিশ্চিত ছিল আগে। বাকি একটি জায়গার লড়াইয়ে ছিল দিল্লি ও মুম্বাই। গতকালের হারে দিল্লিও ছিটকে গেল।
টুর্নামেন্টে এখনও তাদের এক ম্যাচ বাকি আছে। ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজরা। লিগে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেওয়া তকমা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের শাসক তালেবানকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে যাওয়া হবে কি না, যুক্তরাষ্ট্র তা পর্যালোচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।
গতকাল বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ‘আমি মনে করি, এই শ্রেণিবিন্যাস (তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া) এখন আরও একবার পর্যালোচনার আওতায় রয়েছে।’
রুবিও এ মন্তব্য এমন একসময় করলেন, যখন এক দিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহার নিয়ে এক ‘নিবিড় পর্যালোচনা’ করার নির্দেশ দেন। ওই আগস্টে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের উদ্ধারে অভিযান চালানোর সময় কাবুল বিমানবন্দরে আইএসআইএল (আইএসআইএস)-এর বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও ১৫০ জন আফগান নিহত হন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কাতারের দোহায় তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্প। এটির লক্ষ্য ছিল, আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটানো। পরে কয়েক মাসের মধ্যে প্রায় চার হাজার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধ অবসানের কাজটি শুরু হয়।গত মঙ্গলবার এক স্মারকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ওই বিশৃঙ্খল সেনা প্রত্যাহার বিষয়ে তিন মাস ধরে মূল্যায়নের কাজ চালানোর পর এ ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে একটি বিস্তৃত পর্যালোচনার প্রয়োজন।
‘এটি যুক্তরাষ্ট্রের জনগণ এবং সামরিক পোশাক পরা ব্যক্তিদের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সিদ্ধান্ত সঠিক ও যুক্তিযুক্ত। কারণ, ওই প্রত্যাহার অভিযানে অনেকে নিহত হয়েছেন ও অনেক সরঞ্জাম খোয়া গেছে’, স্মারকে লেখেন হেগসেথ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করেছিল। তারা ওই বিশৃঙ্খল সেনা প্রত্যাহার কার্যক্রমের জন্য পরিকল্পনার ঘাটতি ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে সৈন্যসংখ্যা হ্রাসকে দায়ী করে। তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তির ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজটি ত্বরান্বিত করেছিল যুক্তরাষ্ট্র।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কাতারের দোহায় তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্প। এটির লক্ষ্য ছিল, আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটানো। পরে কয়েক মাসের মধ্যে প্রায় চার হাজার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের অবসানের কাজটি শুরু হয়।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ক্যাপিটল হিল, ওয়াশিংটন, ২১ মে ২০২৫