দিল্লির হারের ম্যাচে উজ্জ্বল মোস্তাফিজ
Published: 22nd, May 2025 GMT
প্রথম ১৮ ওভারে দিল্লি ক্যাপিটালসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানের বেশি নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। মনে হচ্ছিল দিনটা মোস্তাফিজদের দিল্লিরই হতে যাচ্ছে।
কিন্তু শেষ ২ ওভারে সব ওলটপালট। ওয়াংখেড়েতে ৪৮ রান নিল মুম্বাই। তাতে ১৮০ রানের চূঁড়ায় যায় তাদের দলীয় রান। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দিল্লির এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ মোস্তাফিজের দল। ১২১ রানে আটকে যায় ১৮.
দল হারলেও বোলিংয়ে মোস্তাফিজ ছিলেন উজ্জ্বল। ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট পেয়েছেন। পাওয়ার প্লে’র তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় বলে দলকে প্রথম সাফল্য এনে দেন। তুলে নেন রোহিত শর্মার উইকেট। তার বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রোহিত। নিজের প্রথম ওভারে ৩ রানে ১ উইকেট পান বাংলাদেশের তারকা পেসার।
এক ওভার পর বোলিংয়ে এসে ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের ব্যাটে চার ছক্কা হজম করেন। ২ ওভারে তার বোলিংয়ের চিত্র ছিল এরকম, ২-০-১৫-১।
১৪তম ওভারে বোলিংয়ে ফিরে শুরুর চার বলে কেবল ২ রান দেন বাঁহাতি পেসার। কিন্তু পঞ্চম বলে সুরিয়াকুমার তার স্লোয়ার বল আগেভাগেই বুঝতে পেরে ছক্কা উড়ান। শেষ বলে আসে ১ রান।
১৮তম ওভারেও তিন ডট বল দেন মোস্তাফিজ। তবে চতুর্থ বলে হজম করেন চার। ৪ ওভার শেষে ৩০ রানে তার বোলিং ছিল আঁটসাঁট। ৭.৫০ ইকোনমিতে ডট বল ছিল ১০টি।
প্লে-অফের চার দলের তিনটি নিশ্চিত ছিল আগে। বাকি একটি জায়গার লড়াইয়ে ছিল দিল্লি ও মুম্বাই। গতকালের হারে দিল্লিও ছিটকে গেল।
টুর্নামেন্টে এখনও তাদের এক ম্যাচ বাকি আছে। ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজরা। লিগে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।
এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”
তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।
ঢাকা/নুরুজ্জামান/এস