প্রথম ম্যাচে জয় পেলেও শেষ পর্যন্ত লজ্জার হার এড়াতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে মাঠ ছেড়েছে টাইগাররা। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার, যার প্রথমটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে এই হারলে জীবনযাত্রার অংশ হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস।

বুধবার (২১ মে) সিরিজের শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, 'যখন এখানে এসেছি, জয়ের লক্ষ্য নিয়েই এসেছি। কিন্তু সিরিজ হেরে যাওয়া জীবনেরই অংশ। ক্রিকেট খেলতে নামলে প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতেই হবে।'

সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটন বলেন, 'আজ ব্যাটিংয়ে কিছু ভুল হয়েছে আমাদের। আমার মনে হয়, উইকেট ও কন্ডিশনের কথা মাথায় রেখে আমরা এমন কিছু করতে চাইনি। তিন ম্যাচেই টস হেরে পরে ব্যাট করেছি, আর শিশির ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর।'

তবে প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি লিটন, 'আমিরাত খুব ভালো খেলেছে, ভালো বলও করেছে। তারা ব্যাটিংয়ে শিশিরের সুবিধা পেয়েছে, কিন্তু একেবারেই ভড়কে যায়নি। এটাই তাদের বড় শক্তি। তাদের কৃতিত্ব দিতেই হবে।'

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৬১ রান। জবাবে মাত্র ৫ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে সিরিজ নিশ্চিত করে ২-১ ব্যবধানে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারের উন্নয়নে ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন ও বিএসইসির বৈঠক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ গ্লোবাল কাস্টোডিয়ানগুলোর অন্যতম দ্য ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন (বিএনওয়াইএম) এবং বাংলাদেশে তাদের সাব কাস্টোডিয়ান এইচএসবিসি’র প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে উভয় পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএনওয়াইএমর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নাজমুল হাসান ও ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সম্প্রতিক সময়ে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা, মার্কেট ওভারসাইট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সিসিবিএলকে অপারেশনে আনা, পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়ন, সংশ্লিষ্ট আইন-বিধি যুগোপযোগীকরণের পরিকল্পনা, টি প্লাস ওয়ান সেটেলমেন্ট চালু ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে একে বিশ্বমানের বাজারে পরিণত করতে এবং বাংলাদেশের পুঁজিবাজারে কাস্টোডিয়ানদের ভূমিকাকে আরো উন্নত করে দেশের বাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে অধিকতর আগ্রহী করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

ঢাকা/এনটি//

সম্পর্কিত নিবন্ধ