ফিলিস্তিনি তরুণ কথাসাহিত্যিকের ডিলান টমাস পুরস্কার লাভ
Published: 23rd, May 2025 GMT
ফিলিস্তিনি তরুণ ঔপন্যাসিক ইয়াসমিন জাহের যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ডিলান টমাস পুরস্কার পেয়েছেন। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য কয়েন’-এর জন্য তরুণ লেখক বিভাগে তিনি এই পুরস্কার পান। ১৯১৪ সালে যুক্তরাজ্যের সোয়ানসিতে জন্মগ্রহণকারী লেখক ডিলান টমাসের নামকরণে যাত্রা শুরু হয় এই পুরস্কারের।
ডিলান ৩৯ বছর বয়সে মারা যান। কবির জীবনকালের সঙ্গে সংগতি রেখে প্রতিযোগী লেখকদের জন্য শর্ত জুড়ে দেওয়া হয়, তাদের বয়স যেন হয় ৩৯ বছরের মধ্যে। লেখকের জীবন ও কর্মকে সম্মান জানাতে সৃজনশীল তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ত্রিশ হাজার পাউন্ড। ২০১০ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত লেখকদের উন্মুক্ত পুরস্কারটি মূলত দ্বিবার্ষিকভাবে দেওয়া হলেও পরবর্তী সময়ে এটি একটি বার্ষিক পুরস্কারে পরিণত হয়। ইয়াসিন জাহের ১৫ মে সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে পুরস্কারটি গ্রহণ করেন।
বিচারকদের প্রধান নমিতা গোখেল বলেন, এবারের বইগুলোর মধ্যে বৈচিত্র্য আছে; ইতিহাসের সঙ্গে সমকালীন বিষয় পাওয়া যাবে এ বইগুলোতে। চিরন্তন ও বিশ্বজনীন বিষয়ও রয়েছে। লেখকদের লেখার শৈলী ও প্রাণশক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের লেখা পুরোপুরি চমৎকার এবং নতুন। বিচারকদের মতে, ‘দ্য কয়েন’ একটি সাহসী উপন্যাস। এটি নিউইয়র্ক শহরের একটি মিডল স্কুলে পড়ানোর সময় একজন তরুণ ফিলিস্তিনি মহিলার গভীর তাৎপর্যপূর্ণ পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে; যিনি বার্কিন ব্যাগ বিক্রির একটি চক্রান্তে আটকা পড়েন এবং তাঁর শরীর ও মনের ওপর নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করেন। v
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র প রস ক র ল খকদ র
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।
গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।