নিউ জিল্যান্ড এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে বড় রান করেছে বাংলাদেশ এ দল। জবাব দিয়েছে নিউ জিল্যান্ড এ দলও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলই সমানতালে লড়েছে। 

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ এ দল। অলআউট হয় ৩৫৭ রানে। নিউ জিল্যান্ড ১ উইকেটে ১০৪ রান তুলে দিন শেষ করেছে। ২৫৩ রানে পিছিয়ে সফরকারীরা।  

বড় রানের সুযোগ হাতছাড়া করেছেন অমিত হাসান। ৬৭ রান করে আউট হন। ঝড় তুলে তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৪৮ করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাহিদুল ২৯ রানের বেশি করতে পারেননি। এরপর সোহানের সঙ্গে জুটি বাধেন অমিত। এই জুটিতে অমিত ফিফটি করলেও পরে ইনিংস বড় করতে পারেননি। 

পেসার বেন লিস্টারের ভেতরে ঢোকানো ডেলিভারিতে এলবিডব্লিউ হন। ১১০ বলে  ৮ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ডানহাতি ব্যাটসম্যান।এরপর সোহানের একার বীরত্বে বাংলাদেশ এ দলের রান সাড়ে তিনশ পেরিয়ে যায়। 

শেষ সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট। পেসার খালেদ দারুণ ডেলিভারিতে রিস মারিয়ুকে ফেরান খালেদ। ২৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। 

কার্টার ৬৬ বলে ৪৮ ও হিফি ৮৯ বলে ৪১ রান করে অপরাজিত আছেন। 

ঢাকা/ ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ এ দল

এছাড়াও পড়ুন:

জোহর বাহরুতে কলস‍্যুলেট জেনারেল স্থাপন হবে: তৌহিদ হোসেন

কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকমিশনের নতুন চ‍্যান্সারি ভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এরপর মিশনের মিলনায়তনে সকলের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়।

উপস্থাপনা শেষে হাই কমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন যেখানে তিনি প্রথমবারের মত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাৎ প্রদানের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এরপর পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব‍্যে পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল‍্যাণে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য‍ সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সাথে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেয়ার জন‍্য তিনি নির্দেশনা দেন।

প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে তিনি জানান। খুব শিগগিরই জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলে জানান তিনি। 

এছাড়া পেনাং-এ কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং টিম- স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা অব‍্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

ঢাকা/হাসান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ঘটনার পর ১০ তলার ফ্ল্যাটের গ্রিল ভেঙে পালিয়ে যান স্বামী
  • টরন্টোর এক সন্ধ্যায় বাংলার গান
  • রুটের সেঞ্চুরি, বুমরাহর ফাইফারের পর ভারতের লড়াই
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
  • ২৪ ঘণ্টা পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
  • সাগরিকার হ্যাটট্রিকে প্রথম ম্যাচেই ৯ গোলের জয়
  • সাফ অনূর্ধ্ব–২০: প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে বাংলাদেশ
  • লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড
  • প্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা
  • জোহর বাহরুতে কলস‍্যুলেট জেনারেল স্থাপন হবে: তৌহিদ হোসেন