আবারো মাঠে নামছে রাইজিংবিডি স্পোর্টস টিম। খেলবে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫। প্রতিবারের মতো এবারও দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে আগামী সোমবার।

শনিবার (২৪ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। রাইজিংবিডি পড়েছে ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে রাইজিংবিডি এর প্রতিপক্ষ এটিএন বাংলা।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড.

জেসমিন জামান, সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আলফাজ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন।

আরো পড়ুন:

সহজ লক্ষ্য কঠিন করে হারল যুবারা, বাড়ল অপেক্ষা

ধামরাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

এছাড়া উপস্থিত ছিলেন বিএসজেএর সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্যসচিব ইয়াসিন হাসান।

সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বায়ক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে যে কোনো চোট এড়িয়ে সবাইকে সচেতনভাবে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেছেন, ‘‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সব সময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’’

সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা-জানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’’

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটি সুযোগ।’’

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে কে কোন দলে-

‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি। ‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগো নিউজ, চ্যানেল ২৪, প্রথম আলো। ‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলা নিউজ ২৪, আর টিভি, মানবজমিন। ‘ডি’ গ্রুপ— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ ২৪। ‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, দ্য ডেইলি স্টার, এটিএন নিউজ। ‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি। ‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত। ‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ট র ন ম ন ট ব এসজ এ স কয় র ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–ঢাকা

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

ময়মনসিংহ–রংপুর

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

খুলনা–রাজশাহী

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

চট্টগ্রাম–বরিশাল

সকাল ১০টা, টি স্পোর্টস ও বিসিবি ইউটিউব

৩য় টি-টোয়েন্টি

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলি–আর্সেনাল

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিভারপুল–অ্যাস্টন ভিলা

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নটিংহাম–ম্যান ইউনাইটেড

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহাম-চেলসি

রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)