আইপিএল ২০২৫-এর লিগ পর্ব চেন্নাই সুপার কিংস (সিএসকে) শেষ করলো দারুণ এক জয় দিয়ে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৮৩ রানে। এই জয় চেন্নাইয়ের জন্য মর্যাদার হলেও, গুজরাটের জন্য এটি প্লে-অফের আগে সতর্কবার্তা হয়ে উঠলো।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে চেন্নাই শক্তিশালী স্কোর গড়ে তোলে। এই ইনিংসটি গুজরাটের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৮.

৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায়। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন।

আরো পড়ুন:

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

বাংলাদেশের বিপক্ষে টেস্টকে বিদায় বলবেন ম্যাথিউজ

এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলের নিচে থেকেই মৌসুম শেষ করেছে। তবে এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে।

এই ম্যাচটি প্রমাণ করলো যে, আইপিএলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ রেখে ও ভবিষ্যতের স্বপ্ন বুনে শেষ করলো।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নামেন দুই শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান তারা। এ ঘটনায় আহত হয়েছেন ভবন নির্মাণের ঠিকাদার।

আরো পড়ুন:

নালা থেকে উদ্ধার করা সেই শিশুকে বাঁচানো যায়নি 

মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ