সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাঁদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।

কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খালিশা সীমান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই ২৩ জনকে আটক করে গতকাল সোমবার স্বরূপনগর এলাকায় রাখা হয়। পরে আজ ভোরে তাঁদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর তাঁদের কুশখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

এ সম্পর্কে কুশখালী বিজিবি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলছি। বিস্তারিত জানতে হলে ৩৩ বিজিবির সাতক্ষীরার প্রধান কার্যালয়ে কথা বলতে হবে।’

এ বিষয়ে জানতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ৩৩ বিজিবির প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যাঁদের ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে, তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

এর আগে ৯ মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-সংলগ্ন পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৩ জনকে রেখে যায় বিএসএফ। তাঁদের উদ্ধারের পর যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনসুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তর১৩ মে ২০২৫আরও পড়ুনগুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা১২ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ ক শখ ল

এছাড়াও পড়ুন:

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পানিহাটা সীমান্তের ১ হাজার ১১৮ নম্বর পিলারের কাছ থেকে তাঁদের আটক করেন বিজিবি রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দুই বছর আগে চিকিৎসার উদ্দেশ্যে অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তাঁরা। পরে তাঁরা শ্রমিক হিসেবে সেখানে কাজ শুরু করেন। সম্প্রতি স্থানীয় লোকজন তাঁদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ আজ সকালে পানিহাটা সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো ১০ জনকে বিজিবি আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: নিরাপত্তাহীনতায় লাল চাঁদের পরিবার, বাড়িতে মাতম
  • দুই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
  • সুনামগঞ্জে বিএসএফের গু‌লিতে এক বাংলাদেশি নিহত
  • ভয়, আতঙ্ক আর ক্ষোভ নিয়ে সোহাগের দাফন বরগুনায়
  • পানিহাটা সীমান্ত দিয়ে আরও ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • শেরপুরে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
  • শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ
  • সুন্দরবনে পোনা ধরে জীবন চলে পুষ্প রানীদের
  • ‘টাকা নাই জীবন নাই’ নামের আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হতো
  • বিকল্প জ্বালানির ব্যবস্থা করুন