ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন নারীরাও। রাজধানীর বাইরে থেকে এসে এই কর্মসূচিতে যোগ দেন তাঁদের কেউ কেউ।

আজ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের আয়োজিত এই কর্মসূচিতে বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরুর কথা ছিল। তবে তার আগেই বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে থাকেন নারী–পুরুষসহ সর্বস্তরের মানুষ। তাঁরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানান।

নারায়ণগঞ্জের মদনপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন শান্তা বেগম (৬১)। পুত্রবধূ সালমা আক্তার এসেছেন তাঁর সঙ্গে। শান্তা বেগম ছেলের ফোনে ইউটিউব থেকে জানতে পারেন ফিলিস্তিনিদের পক্ষে এ কর্মসূচির কথা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গাজাবাসীর পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষে আছি। ইহুদিদের বিপক্ষে।’ শান্তা বেগমের পুত্রবধূ সালমা গৃহিণী। সালমার স্বামী চায়ের দোকান করেন নারায়ণগঞ্জের মদনপুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর নির্মম হামলার চিত্র নিয়মিত দেখেন সালমা। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অন্য মুসলিম ভাইবোনের পাশে দাঁড়াতে পারি.

..তারা নিরাপদ থাকতে পারে, তাদের ওপরে যে যুদ্ধটা চলতেছে, এটা যাতে থামে। অন্য মুসলিম রাষ্ট্রগুলো যাতে দাঁড়াইতে পারে।’

রাজধানীর উত্তরা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন সোনিয়া খান। প্রকৌশলী সোনিয়া খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জুলাই আন্দোলনেও মাঠে নেমেছিলাম। মানবতাবিরোধী যেকোনো কার্যক্রমে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাব। কারণ হচ্ছে মানুষ হত্যা, এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না।’ তিনি বলেন, ফিলিস্তিনে নারী, পুরুষ ও শিশুদের গণহারে হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কোনো ভূমিকা নেই কেন? এ অত্যাচার বন্ধ করতে হবে, এ গণহত্যা বন্ধ করতে হবে।

কেরানীগঞ্জের একটি স্কুলের শিক্ষক মাবিয়া আক্তার। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে থেকে কিছুটা হলেও সবার সঙ্গে শামিল হয়ে একসঙ্গে এটা জানাতে পারি, বাংলাদেশের নারীরা মুসলমানদের পক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার বললেন, তিনি মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন প্রতিবাদ জানানোর জন্য। ফিলিস্তিনে যে নৃশংসতা চালানো হচ্ছে, তা যেন কখনো আর না হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র চ ফর গ জ এস ছ ন

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে আক্রান্ত সানিকে দেখতে গেলেন টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু জ¦রে আক্রান্ত।

গত রোববার (৩০ নভেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসকের পরামর্শে তার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ হয়। তিনি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন। আনিসুল ইসলাম সানি তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন। 

এদিকে (১ ডিসেম্বর) সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে  তার বাস ভবনে দেখতে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু এসময় তার সাথে আরো ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হীরা সরদার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ দুলাল, বিএনপি নেতা মনির হোসেন ও মোঃ মাসুদ প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি
  • যাত্রা শুরু করল অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ভিউ
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহানগর যুবদলের দোয়া
  • জনতার প্রত্যাশার ক্যানভাসে জনসাধারণের মতামত নিচ্ছেন মাসুদুজ্জামান
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • না.গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ  
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর যুবদলের দোয়া ও খাবার বিতরণ
  • ডেঙ্গুতে আক্রান্ত সানিকে দেখতে গেলেন টিপু