ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন নারীরাও। রাজধানীর বাইরে থেকে এসে এই কর্মসূচিতে যোগ দেন তাঁদের কেউ কেউ।

আজ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের আয়োজিত এই কর্মসূচিতে বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরুর কথা ছিল। তবে তার আগেই বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে থাকেন নারী–পুরুষসহ সর্বস্তরের মানুষ। তাঁরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানান।

নারায়ণগঞ্জের মদনপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন শান্তা বেগম (৬১)। পুত্রবধূ সালমা আক্তার এসেছেন তাঁর সঙ্গে। শান্তা বেগম ছেলের ফোনে ইউটিউব থেকে জানতে পারেন ফিলিস্তিনিদের পক্ষে এ কর্মসূচির কথা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গাজাবাসীর পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষে আছি। ইহুদিদের বিপক্ষে।’ শান্তা বেগমের পুত্রবধূ সালমা গৃহিণী। সালমার স্বামী চায়ের দোকান করেন নারায়ণগঞ্জের মদনপুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর নির্মম হামলার চিত্র নিয়মিত দেখেন সালমা। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অন্য মুসলিম ভাইবোনের পাশে দাঁড়াতে পারি.

..তারা নিরাপদ থাকতে পারে, তাদের ওপরে যে যুদ্ধটা চলতেছে, এটা যাতে থামে। অন্য মুসলিম রাষ্ট্রগুলো যাতে দাঁড়াইতে পারে।’

রাজধানীর উত্তরা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন সোনিয়া খান। প্রকৌশলী সোনিয়া খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জুলাই আন্দোলনেও মাঠে নেমেছিলাম। মানবতাবিরোধী যেকোনো কার্যক্রমে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাব। কারণ হচ্ছে মানুষ হত্যা, এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না।’ তিনি বলেন, ফিলিস্তিনে নারী, পুরুষ ও শিশুদের গণহারে হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কোনো ভূমিকা নেই কেন? এ অত্যাচার বন্ধ করতে হবে, এ গণহত্যা বন্ধ করতে হবে।

কেরানীগঞ্জের একটি স্কুলের শিক্ষক মাবিয়া আক্তার। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে থেকে কিছুটা হলেও সবার সঙ্গে শামিল হয়ে একসঙ্গে এটা জানাতে পারি, বাংলাদেশের নারীরা মুসলমানদের পক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার বললেন, তিনি মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন প্রতিবাদ জানানোর জন্য। ফিলিস্তিনে যে নৃশংসতা চালানো হচ্ছে, তা যেন কখনো আর না হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র চ ফর গ জ এস ছ ন

এছাড়াও পড়ুন:

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন.জনগনের জান-মালের নিরাপত্তা বিধান করা এবং আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড ট্রাকস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরিক অধিকার ও উন্নয়ন বিষয়ক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় মাওলানা মাসুম আরও বলেন, “প্রিয় নবী এসেছিলেন আইয়ামে জাহেলিয়াতের সময়। কিন্তু তখনও আমরা দেখি নাই মানুষ মেরে নৃত্য করার মতো দৃশ্য। আওয়ামী সরকার লগি বৈঠার মাধ্যমে যে নির্মম নির্যাতন করছিল, তা থেকে আমরা ২৪ সালের ৫ আগস্ট মুক্তি পেয়েছি।”

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করছেন এবং একই দিনে জুলাই সনদের হা-না ভোট হবে, আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম লেবেল প্লেয়িং ফিল্ড লাগবে। আমরা নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছি। নির্বাচনের ঘোষণা দিয়ে আপনারা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ আপনাদেরই মোকাবিলা করতে হবে।”

তিনি বলেন, “মানুষের কোনো আইন দিয়ে মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে।”

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য-প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই মাটিতে ফয়সাল শহীদ হয়েছেন, এই মাটি উর্বর।” তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আলোকপাত করেন। তিনি স্পষ্ট করে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বলেছেন, ‘আসেন খেলা হবে’।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “প্রশাসনের নাকের ডগায় কিভাবে ওসমান হাদীর ওপর গুলি করে! অতীতে যারা আমাদের ভয়-ভীতি দেখিয়ে আমাদের বাঁধা দিয়েছিল, আমরা তাদেরকে তাড়িয়েছি। সুতরাং ভবিষ্যতে আর কেউ বাঁধা দেওয়ার চিন্তা ও করবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর দেয়া দ্বীন মতো চলতে হবে। যেহেতু আমাদের দেশে সঠিক দ্বীন নাই, এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এবং রাসূলের কথা অনুযায়ী চলবেন।”

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন ও আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। 

ছাত্র শিবিরের সার্বিক সহযোগিতায় এবং সাইফুল ইসলাম রনি ও ইঞ্জিঃ আসাদুজ্জামান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনারগাঁ উত্তর থানা আমীর ইছাহাক মিয়া, জামায়াত নেতা এড. মাঈনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমেদ সহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশটি এলাকার বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের অংশগ্রহণে মুখরিত ছিল। 
 
 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে  সুজনের গোল টেবিলে বক্তারা
  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • মদনপুর ইউনিয়ন বিএনপির ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • মাসুদুজ্জামানকে বিজয়ী করতে বন্দরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা 
  • মালবাহী লরি বিকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট