ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন নারীরাও। রাজধানীর বাইরে থেকে এসে এই কর্মসূচিতে যোগ দেন তাঁদের কেউ কেউ।

আজ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের আয়োজিত এই কর্মসূচিতে বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরুর কথা ছিল। তবে তার আগেই বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে থাকেন নারী–পুরুষসহ সর্বস্তরের মানুষ। তাঁরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নিন্দা জানান।

নারায়ণগঞ্জের মদনপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন শান্তা বেগম (৬১)। পুত্রবধূ সালমা আক্তার এসেছেন তাঁর সঙ্গে। শান্তা বেগম ছেলের ফোনে ইউটিউব থেকে জানতে পারেন ফিলিস্তিনিদের পক্ষে এ কর্মসূচির কথা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গাজাবাসীর পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষে আছি। ইহুদিদের বিপক্ষে।’ শান্তা বেগমের পুত্রবধূ সালমা গৃহিণী। সালমার স্বামী চায়ের দোকান করেন নারায়ণগঞ্জের মদনপুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর নির্মম হামলার চিত্র নিয়মিত দেখেন সালমা। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অন্য মুসলিম ভাইবোনের পাশে দাঁড়াতে পারি.

..তারা নিরাপদ থাকতে পারে, তাদের ওপরে যে যুদ্ধটা চলতেছে, এটা যাতে থামে। অন্য মুসলিম রাষ্ট্রগুলো যাতে দাঁড়াইতে পারে।’

রাজধানীর উত্তরা থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন সোনিয়া খান। প্রকৌশলী সোনিয়া খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জুলাই আন্দোলনেও মাঠে নেমেছিলাম। মানবতাবিরোধী যেকোনো কার্যক্রমে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাব। কারণ হচ্ছে মানুষ হত্যা, এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না।’ তিনি বলেন, ফিলিস্তিনে নারী, পুরুষ ও শিশুদের গণহারে হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কোনো ভূমিকা নেই কেন? এ অত্যাচার বন্ধ করতে হবে, এ গণহত্যা বন্ধ করতে হবে।

কেরানীগঞ্জের একটি স্কুলের শিক্ষক মাবিয়া আক্তার। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে থেকে কিছুটা হলেও সবার সঙ্গে শামিল হয়ে একসঙ্গে এটা জানাতে পারি, বাংলাদেশের নারীরা মুসলমানদের পক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার বললেন, তিনি মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন প্রতিবাদ জানানোর জন্য। ফিলিস্তিনে যে নৃশংসতা চালানো হচ্ছে, তা যেন কখনো আর না হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র চ ফর গ জ এস ছ ন

এছাড়াও পড়ুন:

নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। ২৫ নভেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে বই দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত 
  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  • নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়