ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। এ সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে এক ছাত্র। তখন তিনি বলে ওঠেন, এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।

সোনু নিগমের এই মন্তব্য ঘিরেই দানা বাঁধে বিতর্ক। মন্তব্যের জেরে গায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ‘কর্ণাটক রক্ষা বেদিকে’ বেঙ্গালুরুর সংগঠনের সভাপতি।

তাদের দাবি, গায়ক কর্ণাটকের কন্নড় ভাষায় কথা বলা মানুষদের প্রতি ঘৃণাসূচক মন্তব্য করেছেন, যা হিংসাকে উস্কে দিতে পারে।

অভিযোগে বলা হয়েছে, সোনু নিগমের বক্তব্য কন্নড় সম্প্রদায়ের উপর বিরাট আঘাত এনেছে। একটা সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে গায়ককে কন্নড় গান গাওয়ার অনুরোধকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে সোনু নিগম কন্নড়দের অসহিষ্ণু বা হিংস্র বলে দেখিয়েছেন, যা তাদের শান্তিপ্রিয় প্রকৃতির একেবারে পরিপন্থী।

পরে একটি ভিডিওতে সোনু নিগম বলেন, ‘আমি এমন একটা ছেলের সামনে গান গাইছি, এটা আমার পছন্দ হয়নি। আমার থেকে বয়সে ছোট হওয়ার পরও এই আচরণ করছে। পহেলগাঁওয়ে যা ঘটেছে তার কারণ এটাই, তাই না? আপনি যা করেছেন, এখন যা করছেন তার কারণ এটাই। আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, সেটা আগে দেখুন।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন ন গম

এছাড়াও পড়ুন:

দাফনফেরত স্বজনের ওপর ককটেল হামলা

মুন্সীগঞ্জে পুরোনো বিরোধের জেরে নিহত শ্রমিক লীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের পরপরই তাঁর স্বজনদের লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ হামলা হয়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ককটেল হামলার সময় ঘটনাস্থলের অদূরে রজতরেখা নদীর অন্য প্রান্তে ছিলেন পুলিশ সদস্যরা।

সানা মাঝি মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। তিনি মোল্লাকান্দি ইউনিয়ন শ্রমিক লীগ কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর গ্রাম ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে একই উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে চলে যান। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাকহাটি গ্রামের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সানা মাঝিকে মারধর করে প্রতিপক্ষ। সংবাদ পেয়ে পুলিশ অচেতন অবস্থায় রাত ৩টার দিকে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাকহাটি গ্রামের মোহাম্মদ মাঝির পরিবারের সঙ্গে বিরোধ চলছিল শামসুল মাঝির পরিবারের। এর জের ধরে ১৯৯৭ সালে হত্যার শিকার হন মোহাম্মদ মাঝি। এ হত্যার প্রতিক্রিয়ায় ২০০১ সালের ফেব্রুয়ারিতে খুন হন শামসুল মাঝির ছেলে বিএনপি কর্মী শিপন মাঝি। এ হত্যা মামলায় ২০০৪ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সানা মাঝি ও তাঁর চার ভাই দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০১৬ সালে কারামুক্ত হয়ে গ্রামে ফেরেন তারা। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে শিপন হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই বাবু মাঝির মনে ক্ষোভ রয়ে যায়। বাবু ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী। তিনিই বড় ভাই হত্যার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে সানা মাঝিকে ডেকে এনে হত্যা করেন বলে এলাকাবাসীর দাবি।

সানা মাঝির পরিবার জানায়, শনিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে লাশ নেওয়া হয় মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে। জোহরের নামাজের পর জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে স্বজনরা ফেরার সময় তাদের ওপর অর্ধশতাধিক ককটেল ছুড়ে মারা হয়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত সানার ছোট ভাই আসাদ মাঝির দাবি করেন, বাবু মাঝির সন্ত্রাসী বাহিনী অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

সদর থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় সানা মাঝির বড় ভাই হাবু মাঝি বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে শনিবার হত্যা মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে বাবু মাঝিকে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, স্বজনরা লাশ দাফন শেষে কবরস্থান থেকে ফিরছিলেন। এ সময় তাদের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কবরস্থানের অদূরে জমিতে প্রতিপক্ষের লোকজন ককটেল ছোড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ