মিষ্টি আঙুর চাষে সফল ঝিনাইদহের আলামিন
Published: 11th, May 2025 GMT
আমাদের দেশেও আঙর চাষ সম্ভব। এমন বিশ্বাস থেকেই ঝিনাইদহের আলামিন হোসেন ১০ কাঠা জমিতে আঙুর চাষের ঝুঁকি নিয়েছিলেন।
আঙুর বিদেশি ফল হওয়ায় এ অঞ্চলে হবে না ভেবে সে সময়ে অনেকে হাসি রহস্য করে এ চাষে লোকসান দেখছিলেন। কিন্ত তাদের সে ধারনা ভুল প্রমাণিত হয়েছে।
আলামিনের ক্ষেতের মধ্যকার (বানে) সেডে এখন থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত বেশি আঙুর ধরছে দেখে মানুষও আশ্চর্য হচ্ছেন। আলামিনের এমন সফলতার হাতছানিতে এখন অনেকেই আঙুর চাষের প্রস্ততি নিচ্ছেন।
আলামিন হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামে ইসলাম বিশ্বাসের ছেলে।
আলামিনের আঙুরের ক্ষেতে গেলে দেখা যায়, ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘেরা। ভিতরে সিমেন্টের খুঁটির ওপর বিশেষ সুতায় বোনা জাল বিছিয়ে বান তৈরি করা হয়েছে। যে বান বা মাচাংয়ের ওপর দিয়ে বেয়ে চলে গেছে আঙুর গাছের লতা।
সারাক্ষেতে মাচাংয়ে লতিয়ে যাওয়া আঙুর গাছের ডগায় থোকায় থোকায় লাল, সাদা, কালোসহ কয়েকটি রঙের আঙুরের থোকা ঝুলছে।
আলামিন হোসেন জানান, মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান তিনি। বাবার ৩/৪ বিঘা জমি আছে। এখান থেকে যা আসে তা দিয়ে ঠিকমত সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। ফলে এইচএসসি’র পর আর লেখাপড়া করতে পারেননি। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ফারুক হোসেন একটি কোম্পানিতে চাকরির সুবাদে বাড়িতে থাকেন না। ছোট হলেও এখন সংসারের হাল ধরতে হয়েছে।
তিনি বলেন, “চাষের জমি বেশি নেই। যে কারণে অল্প জমিতে বেশি লাভের কিছু চাষ করার কথা ভাবছিলাম। চ্যালেঞ্জ হিসেবে আঙুরকেই বেছে নিই। ২০২৪ সালে এপ্রিল মাসে মহেশপুর থেকে বাইক্লোর, একুলো, জয়সিডলেস, ভেলেজ, মারসেলকোচসহ ছয়টি জাতের ৮২ পিস আঙুরের চারা কিনে রোপণ করি। প্রতিপিচ চারার দাম পড়েছিল ৪৩০ টাকা করে। বছর পার না হতেই আঙুর ধরেছে। ঠিকমত পরিচর্যা করতে পারলে একটি আঙুর ক্ষেত থেকে ১০ বছরের অধিক সময় আঙুর পাওয়া সম্ভব।”
তিনি আরো বলেন, “এ পর্যন্ত দেড় লাখ টাকা খরচ হয়েছে। প্রথম বছরটাতেই বেশি খরচ হয়। এরপর যে কয় বছর গাছ সতেজ থাকবে, খুব বেশি একটা খরচ হবে না।”
একই গ্রামের তুষার হোসেন জানান, আলামিনের আঙুর চাষ দেখে প্রথমদিকে যারা এ অঞ্চলের ভালো হবে কিনা এবং লাভজনক কিনাসহ বিভিন্নভাবে সন্দেহ প্রকাশ করেছেন- ক্ষেতের আঙুর দেখে তারা নিজেরাও এখন আঙুর চাষের প্রস্ততি নিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি জানান, এক সময় আঙুরকে বিদেশি ফল বলা হতো। তবে এখন আমাদের দেশে পরীক্ষামূলক চাষ হচ্ছে।
তিনি বলেন, “এ উপজেলাতে চলতি বছর আলামিন হোসেনসহ বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন। ধরেছেও ভালো। যদি সুস্বাদু হয়, বাজারমূল্য ভালো থাকে এবং চারার মূল্য সহনশীল পর্যায়ে থাকে- তাহলে দ্রুতই এ ফলের চাষ কৃষক পর্যায়ে ছড়িয়ে পড়বে।”
ঢাকা/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল ম ন হ স ন আল ম ন র
এছাড়াও পড়ুন:
জাবিতে ৯ বাস আটক, ছেড়ে দেওয়ার মধ্যস্থতাকারীদের নিয়ে ধোঁয়াশা
হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে রেখে আবার ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। তবে বাসগুলো ছেড়ে দিতে মধ্যস্থতাকারীরা টাকা খেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের দুপাশে বাসগুলো আটকে চাবি নিয়ে যান শহীদ সালাম-বরকত হলের কয়েকজন শিক্ষার্থী। পরে রাত সাড়ে নয়টার দিকে বাসগুলো ছেড়ে দেন তাঁরা।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র কামরুল হাসান রোববার সকালে মানিকগঞ্জের উথুলী এলাকায় যাওয়ার জন্য ক্যাম্পাসের সামনে থেকে নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন। গন্তব্যস্থলের ভাড়া বাবদ ১২০ টাকার স্থলে তিনি হাফ ভাড়া ৬০ টাকা দিতে চাইলে বাসচালকের সহকারী ১০০ টাকা দিতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। কামরুলের ভাষ্য, তাঁর সঙ্গে ওই সহকারী খারাপ আচরণ করেছিলেন। পরে কামরুল পুরো ভাড়া দিয়ে বাস থেকে নেমে যান এবং ক্যাম্পাসে ফিরে হলের সহপাঠীদের নিয়ে ওই বাসগুলো আটক করেন। পরে বাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে রাত নয়টার দিকে বাসগুলো ছেড়ে দেন তাঁরা।
তবে প্রত্যক্ষদর্শী ও আটক হওয়া বাসচালকদের সূত্রে জানা গেছে, বাস আটকের পর নীলাচল পরিবহনের চেকার মো. ফয়সাল ও সাভারের বিএনপির এক নেতার আত্মীয় বেলালসহ বাসের কয়েকজন প্রতিনিধি ক্যাম্পাসে আসেন বিষয়টি সমাধান করার জন্য। ক্যাম্পাসে প্রবেশের আগে ফয়সাল আটকে রাখা বাসগুলো থেকে মোট ১৬ হাজার টাকা সংগ্রহ করেন এবং এই টাকা শিক্ষার্থীদের দিয়ে বিষয়টি সমাধান করবেন বলে জানান। পরে তাঁরা ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেন এবং রাতে শিক্ষার্থীরা বাসের চাবিগুলো দিয়ে দেন প্রতিনিধিদের কাছে।
চেকার ফয়সাল চাবিগুলো নিয়ে বাসের চালকদের বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুজন সহকারী প্রক্টর ও ক্যাম্পাসের সাংবাদিকেরা। এ সময় সহকারী প্রক্টরেরা বিষয়টি কীভাবে সমাধান হলো জানতে চান ফয়সালের কাছে। তখন ফয়সাল অসামঞ্জস্য কথা বলতে থাকেন। ওই ১৬ হাজার টাকা কাদের দেওয়া হয়েছে—এমন তথ্য জানতে প্রক্টর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বললে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় একটি বাস উপস্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান এবং বাসের যেসব প্রতিনিধি রোববার ক্যাম্পাসে এসেছিলেন তারা আবার ক্যাম্পাসে এসে প্রশাসনের কাছে ঘটনার রহস্য জানানোর দাবি তোলেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চেকার ফয়সাল, বেলালসহ নীলাচল বাসের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ছাত্রদলের নেতা নবীনুর রহমানের সঙ্গে কথা বলে হেঁটে হেঁটে চলে যান। এ সময় শহীদ মিনার এলাকায় শাখা ছাত্রদলের সদস্য মেহেদি হাদান ইমনসহ (৪৯ ব্যাচ) কয়েকজন ছাত্রদল নেতা-কর্মীকে দেখা যায়।
এ বিষয়ে নবীনুর রহমান বলেন, ‘একটি ঘটনায় শিক্ষার্থীরা বাস আটকে রেখেছিল। সেটা নিয়ে আমার পূর্বপরিচিত বেলালসহ কয়েকজন ক্যাম্পাসে আসেন। আমি তখন তাদের বলি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করে সমাধান করতে। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করে অনুরোধ জানালে তারা বাসগুলো ছেড়ে দেন। টাকা-পয়সার লেনদেনের বিষয়ে আমি কিছু জানি না।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বাস আটকের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তারা বাস ছেড়েও দিয়েছে। তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, বাস কর্তৃপক্ষ ক্যাম্পাসে এসে আমাদের না জানিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছে। যেখানে সিসিটিভি ফুটেজ দেখে আমরা অসামঞ্জস্যতা তথ্য পেয়েছি। সোমবার বাস কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব।