বিনিয়োগ ও কর্মসংস্থানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবে বিডা: আশিক চৌধুরী
Published: 13th, May 2025 GMT
বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে দলীয় রাজনীতির বাইরে রেখে জাতীয় স্বার্থের আলোকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা সদরদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এই বার্তা দেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিডা উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, দেশের স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিনিয়োগের বিষয়টি ভাবতে হবে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন, আইনি জটিলতা দূর করার পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগের বিষয়েও গুরুত্ব দিতে বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা।
তারা আরও বলেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি ২০২৬ সালের জুন পর্যন্তই ক্ষমতায় থাকতে চায়, তবে শেখ হাসিনার সরকার যেসব বড় বড় ভুল বিনিয়োগ করেছিল, সেগুলো সংশোধনে জোর দেওয়া উচিত হবে।
বিডার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (এনজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
বিস্তারিত আসছে.
..
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।
গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।