মহাসড়ক অবরোধ করে গতিরোধক স্থাপনের দাবি
Published: 16th, May 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনাপ্রবণ জায়গায় গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার জৈনাবাজার এলাকার ইউটার্নের কাছে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা জানান, ওই মহাসড়কের জৈনাবাজার ইউটার্নে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। প্রায় সময়ই এখানে প্রাণ যায় মানুষের। অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান। বৃহস্পতিবারও ইউটার্নটিতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় শওকত হোসেন নামের এক ভ্যানচালক নিহত হন। ইউটার্নটি বিপজ্জনক হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
দ্রুত সময়ের মধ্যে জৈনাবাজার ইউটার্নের কাছে স্পিডব্রেকার নির্মাণের দাবি তোলেন আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় লোকজন। পাশাপাশি দুই পাশে ভাঙা সড়ক সংস্কারের আহ্বান জানান। তাদের অবরোধের কারণে ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজট দেখা দেয়।
সংবাদ পেয়ে সেখানে যান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যান। সজীব আহমেদ এ বিষয়ে বলেন, সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে দাবি নিয়ে কথা হয়েছে। শিগগিরই সমস্যাটির সমাধান হবে বলে আশা করছি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাদিয়া (৭) ও আলিফ মাহমুদ (৬) নামে দুই শিশু মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে দুই শিশু এ মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত সাদিয়া গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে এবং আলিফ মাহমুদ একই গ্রামের জাকির হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল ওই দুই শিশু। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে তাদের মরদেহ ডোবায় ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকা/মিলন/টিপু