‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’ কিংবা ‘সোডিয়াম’—একের পর এক গানের কথা-সুরে মাদকতা ছড়িয়েছে ‘কাকতাল’। বছর চারেকের পথচলায় বাংলা সংগীতে নিজস্ব ছাপ ফেলেছে ব্যান্ডটি। তরুণ শ্রোতাদের বিভোর করেছে কাকতাল।

গতকাল শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট শেষে রাতে এক ফেসবুক পোস্টে কাকতাল লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডটি আর গাইবে না।’

আরও পড়ুনপ্রচলিত নিয়মে যাওয়ার কোনো মানেই নেই: অন্তু০৪ অক্টোবর ২০২৪

কাকতালের এমন আচমকা ঘোষণায় বিষ্মিত হয়েছেন ভক্তরা। ফেসবুকে রীতিমতো আলোচনার ঝড় ওঠে। অনেকে প্রশ্ন করছেন, ‘কাকতালের কী হলো?’ বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ রোববার দুপুরে ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট আসিফ ইকবালের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। শ্রোতাদের কাছে অন্তু নামে পরিচিত এই সংগীতশিল্পী জানান, গতকালই সিদ্ধান্তটি নিয়েছেন তাঁরা।

কেন এই সিদ্ধান্ত, এমন প্রশ্নের উত্তরে আসিফ ইকবাল আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা মনের শান্তির জন্য গান করি। তবে এখন মনে হচ্ছে, পুরোপুরি শান্তিটা পাচ্ছি না। নিজেদের থেকে নিজেদের, আবার মানুষের কাছ থেকেও আমাদের প্রত্যাশা তৈরি হয়েছে। বিষয়টি আমাদের জন্য প্রেশার (চাপ) তৈরি করেছে। আমরা মিউজিক (সংগীত) থেকে একটু দূরে চলে যাচ্ছি। মজা না পেলে মিউজিক করার কোনো মানে নেই।’

কাকতাল ব্যান্ডের সদস্যরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক কত ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ