আগের রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম‌্যাচ খেলেই মোস্তাফিজ ‍ছুটে যান দিল্লিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে।

বিরতির পর বিদেশী ক্রিকেটার না আসায় দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজকে দলে নেয়। নিলাম এবং রিটেইন কোথাও না থাকায় আইপিএলের শুরুতে বাংলাদেশের কেউ ছিলেন না। মোস্তাফিজ নিজের পুরোনো দল দিল্লিতে সুযোগ পেলেও প্রথম ম‌্যাচে ছিলেন বিবর্ণ।

রোববার দিল্লির হারের ম‌্যাচে বেশ খরুচে বোলিং করেছেন মোস্তাফিজ। রান উৎসবের ম‌্যাচে ৩ ওভারে ৮ গড়ে ২৪ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন উইকেটশূণ‌্য। দিল্লি আগে ব‌্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৯৯ রান করে। জবাবে সাই সুদর্শনের ৬১ বলে ১০৮ ও শুভমান গিলের ৫৩ বলে ৯৩ রানের ইনিংসে ১০ উইকেটে ম‌্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।

লক্ষ‌্য তাড়ায় গুজরাটের রান যখন ছুটছিল পাওয়ার প্লে’তে মোস্তাফিজ বোলিংয়ে আসেন। নিজের প্রথম ওভারে ৬ রান দিয়ে সাই ও গিলকে চাপে রেখেছিলেন বাঁহাতি পেসার। পাওয়ার প্লে’র শেষ ওভারেও তার বোলিং খারাপ ছিল না। ১ চার হজমের পরও ৭ রানের বেশি দেননি। নিজের তৃতীয় ওভার করতে এসে মোস্তাফিজ হজম করেন দুই বাউন্ডারি। তাতেই বিবর্ণ হয়ে যায় তার বোলিং ফিগার। ৩ ওভারে ৫ ডট বল ছিল তার বোলিংয়ে।

সেঞ্চুরি পাওয়া সাই ৬১ বলে ১০৮ রান করেন ১২ চার ও ৪ ছক্কায়। গিল সমানতালেই এগিয়েছেন। ৫৩ বলে ৯৩ রান করেছেন ৩ চার ও ৭ ছক্কায়। দুজন ১৯ ওভারেই ম‌্যাচ শেষ করে জয় ছিনিয়ে নেয়।

১২ ম‌্যাচে ৯ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট। আগেই তাদের প্লে অফ নিশ্চিত হয়ে ছিল। তাদের সঙ্গে ফ্লে অফে গেছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

পিএসএল খেলতে বিসিবির অনুমতি পেলেন মিরাজ

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আসরের শেষ ধাপে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন তিনি। আজ বিসিবি থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে এনওসি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এলিমিনেটর রাউন্ডে।

জানা গেছে, লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে চেয়েছে দলটি। গতকাল পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা নিশ্চিত করেছে প্লে-অফ। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।

জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা দেয়নি বিসিবি। বরং বোর্ড বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে ইনজুরির কারণে এক ম্যাচও না খেলেই দেশে ফেরেন লিটন। 

রিশাদ লাহোরের হয়ে পাঁচটি ম্যাচ খেললেও নাহিদ মাঠে নামার সুযোগ পাননি। ৯ মে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িকভাবে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফিরে আসেন তারা। বর্তমানে এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা জাতীয় দলে রয়েছেন। ফলে তাদের আর দেখা যাবে না এবারের আসরে।

এই অনুপস্থিতির সুযোগেই দলে ডাক পান সাকিব আল হাসান। শনিবার রাতে পেশোয়ারের বিপক্ষে লাহোরের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। এবার সেই একই দলে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজও।

সম্পর্কিত নিবন্ধ