বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী রাকিবুল হাসানকে দেখতে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপি নেতা রিজভী বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তাঁর কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজই বেশি করছে।’

এর আগে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল আহত রাকিবুল হাসানের খোঁজখবর নেয়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং রাকিবুল হাসানের পাশে থাকার আশ্বাস দেয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, মো.

আবুল কাশেম, মোস্তফা-ই-জামান, সদস্যসচিব মোকছেদুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দেবে ফিজিওথেরাপি

দেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হচ্ছে। বুধবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-১ এ নির্মিত কেন্দ্র উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিএমইউর একাধিক কর্মকর্তা ও চীনা দূতাবাস জানায়, চীনের সহায়তায় স্থাপিত রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে মিলবে পক্ষাঘাতগ্রস্ত রোগের বিশ্বমানের সেবা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা প্রথমে বিনামূল্যে সেবা নেওয়ার সুযোগ পাবেন। কারও সহযোগিতা ছাড়াই রোগীর চাহিদা অনুযায়ী সেবা দিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ২২টি রোবট কেন্দ্রে স্থাপন করা হয়েছে।
সূত্র জানায়, কেন্দ্রটি চালুর জন্য প্রায় ২০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি দিয়েছে চীন সরকার। মোট রোবট রয়েছে ৬২, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানসহ যারা দীর্ঘমেয়াদে সমস্যায় ভুগছেন ও যাদের পুনবার্সন প্রয়োজন, তাদের সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে সাধারণ রোগীর জন্য উন্মুক্ত করা হবে। তবে কত টাকায় কী সেবা, সে তালিকা প্রকাশ করা হয়নি।
কেন্দ্রের প্রধান অধ্যাপক ডা. আব্দুস শাকুর বলেন, ‘এটি দেশের প্রথম রোবটিক ফিজিওথেরাপি কেন্দ্র। এআই রোবট নিজে রোগীর সমস্যা চিহ্নিত করে, সে অনুযায়ী সেবা দিতে পারবে। প্রয়োজন হলে চিকিৎসকরাও কাস্টমাইজ করতে পারবেন। এআই রোবট খুবই বুদ্ধিদীপ্ত, রোগীর নড়াচড়া দেখেই সে তার ফাংশন ঠিক করে।’
তিনি বলেন, ‘ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসকরা রোবটগুলো ডিল করবেন। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে চীনের কারিগরি দল। আগামী ১০ দিন প্রশিক্ষণ চলবে। কার্যক্রম পুরোদমে শুরু হলে গড়ে দিনে ৩০০ রোগী থেরাপি নিতে পারবেন।’

গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের তথ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ১১ হাজার ৩০৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিতে আহত ৮০ শতাংশের অবস্থা খুবই জটিল। উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে ৪৭ জনকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে ব্যয়বহুল রোবটিক ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম জানান, যেসব রোগীর ফিজিক্যাল ও নিউরোলজিক্যাল ক্ষতি হয়েছে, কেন্দ্রে তাদের কার্যকরী চিকিৎসা মিলবে। মেরুদণ্ডের ইনজুরির কারণে পক্ষাঘাতগ্রস্তরা নিতে পারবেন বিশেষভাবে কাস্টমাইজড রোবটিক সেবা। দুর্ঘটনায় পঙ্গুত্ব বা নার্ভ ইনজুরিতে যারা ভুগছেন, তাদের জন্য রয়েছে দীর্ঘমেয়াদি ফিজিক্যাল থেরাপির ব্যবস্থা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দেবে ফিজিওথেরাপি
  • কিশোরগঞ্জে আ’লীগ-জামায়াত-এনসিপি নিয়ে যে স্লোগান দিলেন বিএনপি নেতাকর্মীরা
  • রাজনৈতিক উত্তরণের ছবিটি স্পষ্ট করুন
  • ফেসবুকে সরকারের সমালোচনার নজরদারি প্রথা বন্ধ করেন: আশফাক নিপুন