চাঁদা না দেওয়ায় মারধরের পর ‘থুতু চাটালেন’ সাবেক ছাত্রদল নেতা
Published: 21st, May 2025 GMT
চাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে অন্তর মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধরসহ অন্যের থুতু চাটাতে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা মো. নবীনের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।
অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে বাবু মিয়া ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অটোরিকশা চালান।
অন্তর মিয়া অভিযোগ করেন, ‘মাঝে মধ্যেই আমার কাছে নবীনের লোকজন চাঁদা দাবি করে। সবশেষ ১৫ দিন আগে ১০ হাজার টাকা দাবি করে নবীন। টাকা দিতে অস্বীকার করায় মোবাইল ফোনে কল করে গালাগালি করে সে। পরে ১৮ মে কল করে অফিসে দেখা করা কথা বলে। ১৯ মে দুপুরে অটোরিকশার মালিক ওমরকে সঙ্গে নিয়ে নবীনের অফিসে গেলে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নবীন ও তার লোকজন রড দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। একপর্যায়ে অন্যের থুতু চাটাতে বাধ্য করে। এ সময় ওমর আমার হয়ে ক্ষমা চায় ও চাঁদা দিতে রাজি হয়। আড়াই ঘণ্টা পর সেখান থেকে ছাড়া পেয়ে হাসপাতালে ভর্তি হই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, ‘নবীনের অফিসে অন্তরকে দুই ঘণ্টার বেশি আটকে রেখে মারধর করা হয়েছে। তাদের হাতে-পায়ে ধরে মাপ চেয়েছি। তবু তারা অন্তরকে মারধর করাসহ অন্যের থুতু চাটতে বাধ্য করে। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেওয়ার সাহস হচ্ছে না।’
অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো.
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন