চাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে অন্তর মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধরসহ অন্যের থুতু চাটাতে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা মো. নবীনের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।

অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে বাবু মিয়া ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অটোরিকশা চালান।

অন্তর মিয়া অভিযোগ করেন, ‘মাঝে মধ্যেই আমার কাছে নবীনের লোকজন চাঁদা দাবি করে। সবশেষ ১৫ দিন আগে ১০ হাজার টাকা দাবি করে নবীন। টাকা দিতে অস্বীকার করায় মোবাইল ফোনে কল করে গালাগালি করে সে। পরে ১৮ মে কল করে অফিসে দেখা করা কথা বলে। ১৯ মে দুপুরে অটোরিকশার মালিক ওমরকে সঙ্গে নিয়ে নবীনের অফিসে গেলে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নবীন ও তার লোকজন রড দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। একপর্যায়ে অন্যের থুতু চাটাতে বাধ্য করে। এ সময় ওমর আমার হয়ে ক্ষমা চায় ও চাঁদা দিতে রাজি হয়। আড়াই ঘণ্টা পর সেখান থেকে ছাড়া পেয়ে হাসপাতালে ভর্তি হই।’
  
ঘটনার প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, ‘নবীনের অফিসে অন্তরকে দুই ঘণ্টার বেশি আটকে রেখে মারধর করা হয়েছে। তাদের হাতে-পায়ে ধরে মাপ চেয়েছি। তবু তারা অন্তরকে মারধর করাসহ অন্যের থুতু চাটতে বাধ্য করে। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেওয়ার সাহস হচ্ছে না।’
  
অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো.

নবীন বলেন, ‘পরিবহনের সিরিয়াল নিয়ে অন্য চালকদের সঙ্গে অন্তরের দ্বন্দ্ব ছিল। সে বিষয়টি সমাধানের জন্য তাকে অফিসে ডাকা হয়। পরে বিষয়টা সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে তার সঙ্গে আর কিছুই ঘটেনি।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।

অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল

সম্পর্কিত নিবন্ধ