মোস্তাফিজের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই
Published: 21st, May 2025 GMT
পারল না দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানের দিল্লি পারল না বাঁচামরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচাতে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ স্বাগতিক মুম্বাইয়ের কাছে ৫৯ রানে হেরে প্রথম পর্ব খেলেই বিদায় নিশ্চিত করেছে দিল্লি। আর এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।
টসে হেরে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮০ রান তোলে মুম্বাই। রান তাড়ায় দিল্লি অলআউট হয় ১৮.
প্রথম ওভারে ৭, দ্বিতীয় ওভারে ১৫—মুম্বাই বিনা উইকেটে ২২ রান তুলে ফেলার পর মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লি অধিনায়ক ফাফ ডু প্লেসি। দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে আইপিএল ক্যারিয়ারের নিজের ৬২তম উইকেট পেয়ে যান মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ৩ রান বাংলাদেশের বাঁহাতি পেসার পরের ওভারে দেন ১২ রান। এরপর ১৪তম ওভারে ফিরে ৯ রান দেওয়ার পর ১৮তম ওভারে দেন ৬ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
মোস্তাফিজ বোলিং কোটা পূর্ণ হওয়ার পর মুম্বাইয়ের স্কোর ছিল ১৩২/৫। সেই দল শেষ ২ ওভারে তোলে ৪৮ রান। নমন ধর ৮ বলে ২৪ রানে ও সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। মুকেশ কুমার ১৯তম ওভারে দেন ২৭ রান, শেষ ওভারে দুষ্মন্ত চামিরা দিয়েছেন ২১ রান।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। তৃতীয় ওভারে স্কোর ২০ হতেই ফিরে যান ডু প্লেসি (৬) ও লোকেশ রাহুল (১১)। একপর্যায়ে ৬৫ রানে ৫ উইকেট খোয়ানো দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন চারে নামা সামির রিজভি। এ ছাড়া বলার মতো রান করেছেন বিপ্রজ নিগম (২০) ও আশুতোষ শর্মা (১৮)। ১১ নম্বরে ব্যাট করতে নেমে মোস্তাফিজ প্রথম বলেই বোল্ড হয়েছেন যশপ্রীত বুমরার বলে।
মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৪ ওভারে ১১ রান দিয়ে ও পেসার যশপ্রীত বুমরা ৩.২ ওভারে ১২ রান দিয়ে পেয়েছেন ৩টি করে উইকেট।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে