তারুণ্যের সমাবেশ সফল করতে জেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা
Published: 25th, May 2025 GMT
‘‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’’ এই স্লোগানকে ধারণ করে আগামী ২৭ মে আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, “এই দেশ তরুণদের। তাই তরুণদের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন সম্ভব।
বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ২৮ মে’র কর্মসূচি তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা হতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক অধিকার হরণকারী, যুবসমাজকে বেকারত্বে ঠেলে দেওয়া শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তরুণদের অধিকার আদায়ের এ যাত্রায় স্বেচ্ছাসেবকদলের প্রত্যেকটি নেতা-কর্মীকে নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা আগামী কর্মসূচিগুলোকে সফল করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন সালুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাজিব আহসান, প্রধান বক্তা সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি ( ঢাকা বিভাগীয় টীম প্রধান) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি এম.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, রুবেল হোসাইন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন, গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ব চ ছ স বকদল র ন র য়ণগঞ জ জ ল কম ট র স র জন ত ক প রস ত ত প রসভ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।