‘‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’’ এই স্লোগানকে ধারণ করে আগামী ২৭ মে আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে  স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, “এই দেশ তরুণদের। তাই তরুণদের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন সম্ভব।

বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ২৮ মে’র কর্মসূচি তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা হতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক অধিকার হরণকারী, যুবসমাজকে বেকারত্বে ঠেলে দেওয়া শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তরুণদের অধিকার আদায়ের এ যাত্রায় স্বেচ্ছাসেবকদলের প্রত্যেকটি নেতা-কর্মীকে নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা আগামী কর্মসূচিগুলোকে সফল করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন সালুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাজিব আহসান, প্রধান বক্তা সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি ( ঢাকা বিভাগীয় টীম প্রধান) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি এম.

জি মাসুম রাসেল, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক মো. ওসমান গনি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, রুবেল হোসাইন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন, গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ব চ ছ স বকদল র ন র য়ণগঞ জ জ ল কম ট র স র জন ত ক প রস ত ত প রসভ

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল