ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

ফেরত আসাদের ব্যক্তিদের মধ্যে তিনজন বিভিন্ন মামলার আসামি আছেন। এর মধ্যে একজন ২০২২ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিকে ছিনিয়ে নেওয়া মামলার আসামি।

দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন, গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্যা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫) ও সাগারি ফকির (২৮), বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫) ও মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫), আশিকুর রহমান (২৫) ও খালিদ হোসেন (২৫)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বেনাপোল বন্দর থানা-পুলিশ জানায়, এসব নারী–পুরুষ ভালো রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান। আর তিনজন দেশে অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয়ে অবৈধ পথে ভারতে যান। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করায় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে একটি প্রতিষ্ঠান তাঁদের ছাড়িয়ে এনে নিজস্ব আশ্রয়ে রাখে। গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ইব্রাহিম আহমেদ বলেন, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন আসামিসহ ১২ জন বাংলাদেশি গতকাল বিকেলে দেশে ফিরেছেন। এর মধ্যে ওমর ফারুক ২০২২ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিকে ছিনিয়ে নেওয়া মামলার আসামি। সুমন সরকারের বিরুদ্ধে মাদক আইনে এবং রিয়াজুল ইসলামের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। ফেরত আসা এসব আসামি ও নারী-পুরুষদের গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ফেরত আসা তিন আসামিকে গতকাল রাতে সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছেন। অন্যদের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রি

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ছাপিয়ে গেলেন নিজের আগের সব আলোচনাকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বের ম্যাচে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। যা রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির।

ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। এরপর ঝড় তুললেন আরও দু’টি গোল করে। সব মিলিয়ে সাত মিনিটেরও কম সময়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক উপহার দিলেন ফরাসি তারকা। রোনালদোর করা হ্যাটট্রিকের চেয়ে এমবাপ্পের এই হ্যাটট্রিত প্রায় চার মিনিট দ্রুত।

আরো পড়ুন:

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

দ্রুততম ৪৪ গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমবাপের চেয়ে দ্রুত হ্যাটট্রিক আছে শুধু মোহাম্মদ সালাহর। যিনি ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে এমবাপ্পের চেয়েও ৩০ সেকেন্ড কম সময়ে এই কীর্তি গড়েছিলেন।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকসমূহ:
৭ মিনিট - মোহাম্মদ সালাহ (রেঞ্জার্স ১-৭ লিভারপুল, ২০২২),
৭ মিনিট - কিলিয়ান এমবাপে (অলিম্পিয়াকোস ৩-৪ রিয়াল মাদ্রিদ, ২০২৫),
৮ মিনিট - বাফেতিম্বি গোমিস (দিনামো জাগরেব ১-৭ লিওঁ, ২০১১),
৯ মিনিট - মাইক নিউয়েল (ব্ল্যাকবার্ন ৪-১ রোজেনবর্গ, ১৯৯৫),
১১ মিনিট - রাহিম স্টার্লিং (ম্যান সিটি ৫-১ আটালান্তা, ২০১৯),
১১ মিনিট - ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ৮-০ মালমো, ২০১৫),
১১ মিনিট - রবার্ট লেভানদভস্কি (বায়ার্ন ৭-১ সালজবুর্গ, ২০২২),
১২ মিনিট - রবার্ট লেভানদভস্কি (সার্ভেনা জভেজদা ০-৬ বায়ার্ন, ২০১৯),
১২ মিনিট - লুইজ আদ্রিয়ানো (বাতে বোরিসভ ০-৭ শাখতার, ২০১৪)।

ম্যাচ শুরুর সময় থেকে হিসাব করলে এমবাপের হ্যাটট্রিকটি টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয়-দ্রুততম সময়ে সম্পন্ন করা হ্যাটট্রিকও বটে।

২০২২ সালে বায়ার্নের হয়ে রবার্ট লেভানডোভস্কি সালজবুর্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন। তার আগে এসি মিলানের মারকো সিমোন ১৯৯৬ সালে রোজেনবর্গের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটের মধ্যে করেছিলেন হ্যাটট্রিক। আর ২০২৫ সালের নভেম্বরে কিলিয়ান এমবাপ্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন।

তার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে অলিম্পিয়াকোসকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রি
  • ইমরান খান সুস্থ আছেন—গুজব উড়িয়ে বলল পাকিস্তান
  • চট্টগ্রাম থেকে ভুটানের পথে প্রথম পণ্যবাহী কন্টেইনার
  • ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা
  • সন্তানদের নিয়ে দ্বন্দ্ব, গ্রেপ্তার আতঙ্কে দুবাইয়ের শাসক পরিবারের সাবেক বউ
  • নারী হত্যার শাস্তির আলাদা বিধান রেখে ইতালির পার্লামেন্টে বিল পাস
  • ‘আমার বেটাকে বাঁচান’, চিকিৎসা খরচ মেটাতে হাত পাতছেন তাঁরা
  • দেশে দরিদ্র ৩ কোটি ৬০ লাখ