নারায়ণগঞ্জে কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না : মামুন মাহমুদ
Published: 15th, January 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যা কারে ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত ও অভিশপ্ত করা হয়েছে। সে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করে কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সে সুযোগ আর হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাটামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে বুধবার(১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আয়জিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, ৭১ সালের স্বাধীনতার সূর্য যারা কব্জা করে রেখেছিল, সেই স্বাধীনতার সূর্য নতুন করে ৫ আগস্ট উদিত হয়েছে।
অনেক নির্ঘুম রাত কাটিয়ে জেল জুলুম মামলা হামলা সহ্য করে বহু আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ১৫ বছর অপেক্ষার পর আকাশের সেই মুক্ত সুর্য আমাদেরকে আলো দিচ্ছে। খেলা হবে খেলা হবে বলে যারা ভয় দেখাত তারা না খেলেই পালিয়ে গেছে।
তিনি বলেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায়। অথচ সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যত এমপি মন্ত্রী হয়েছে সবাই ব্যর্থ হয়েছেন। জনগণকে স্বস্থি দেওয়াই
একজন জনপ্রতিনিধির মূল দায়ীত্ব। অথচ জনপ্রতিনিধিদের ভয়েই জনগণ ভয় আতঙ্কে দিন কাঠাতে হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যর্থতা ও ভয়কে দূর করতে হবে। এমন ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে, যিনি সৎ নিষ্ঠাবান ও জনগণের বন্ধু হয়ে সুখে-দু:খে পাশে থেকে আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে।
চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মানুষের উপর জুলুম অত্যাচার করবে না। মানুষ আতঙ্কে থাকবে এমন জনপ্রতিনিধি আমরা আর দেখতে চাইনা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ রহম ন
এছাড়াও পড়ুন:
মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আপনারা সবাই আমাদের নেত্রী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার মনে পড়ে ওয়ান ইলেভেনের সময় কিন্তু দেশনেত্রী তার মাকে হারিয়েছিলেন। কারাগার থেকে প্যারলে মুক্তি পেয়ে তার মাকে দেখে আবারো কারাগারে চলে গিয়েছিল।
উনার জীবনের দীর্ঘতম সংগ্রামের ইতিহাস রয়েছে। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানের শীষকে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন। আর ধানের শীষের প্রতীকে মানুষের ঘরে ঘরে নিয়ে গিয়েছিলেন।
আর সেই ধানের শীষের প্রতীকের প্রার্থী হলেন আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই। আগামী নির্বাচনে আপনারা মাসুদ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মুছাপুর ইউনিয়নে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভায় বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, আমরা দীর্ঘ সতেরোটি বছর ওয়ান ইলেভেনের দুই বছর এবং আওয়ামী লীগের পনেরো বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। এ লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনরা হামলা মামলা জেল জুলুম নির্যাতনে শিকার হয়েছেন।
আপনারা যেভাবে জীবনের বাজি রেখে লড়াই সংগ্রাম করেছেন ঠিক একই ভাবে জীবন বাজি রেখে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে পক্ষে কাজ করে তার বিজয়কে সুনিশ্চিত করবেন। আপনারা সবাই দুই হাত তুলে ওয়াদা করেন মাসুদ ভাইকে বিজয়ী জন্য করবেন।
আমি আপনাদেরকে ওয়াদা করলাম আপনারা যদি মাসুদ ভাইকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা-বাণিজ্য কোন কিছুতেই তিনি হস্তক্ষেপ করবেন না।
আপনারা সুন্দর ভাবে আপনাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন এতে কোন পারসেন্টিস দিতে হবে না। কারণ উনি শিল্প উদ্যোক্তা উনি মানুষের কর্মস্থাংস্থানের তৈরি করেন। উনি সদর বন্দরের মানুষের জন্য কর্মস্থান তৈরি করবেন।
আর আমার দৃঢ় বিশ্বাস যেহেতু অবহেলিত বন্দরকে তিনি আধুনিক বন্দর হিসেবে রূপান্তরিত করবেন। বিগত সরকারের আমলে যারা যেটা করতে পারে নাই ইনশাআল্লাহ আগামী দিনে মাসুদ ভাই সেটা করে দেখাবেন। আগামী দিনে মানুষের হৃদয় অবস্থান করার মত রাজনীতি করবেন মাসুদ ভাই।
তিনি আরও বলেন, আপনার আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে যে পরিকল্পনা গুলো রয়েছে সেই দফাগুলো উপস্থাপন করবেন। যাতে করে মানুষ আগামী দিনে ধানের শীষ কে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে।
মাসুদ ভাই যদি এমপি হয় ইনশাল্লাহ আপনারা আগের চেয়ে আরো অনেক ভালো থাকবেন কারণ মাসুদ ভাই আপনাদের কারো পথের কাঁটা হয়ে থাকবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করি এবং বিএনপিকে ক্ষমতায় আনি।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
আরও উপজেলা বিএনপির, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।