নারায়ণগঞ্জে কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না : মামুন মাহমুদ
Published: 15th, January 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যা কারে ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত ও অভিশপ্ত করা হয়েছে। সে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করে কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সে সুযোগ আর হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাটামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে বুধবার(১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আয়জিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, ৭১ সালের স্বাধীনতার সূর্য যারা কব্জা করে রেখেছিল, সেই স্বাধীনতার সূর্য নতুন করে ৫ আগস্ট উদিত হয়েছে।
অনেক নির্ঘুম রাত কাটিয়ে জেল জুলুম মামলা হামলা সহ্য করে বহু আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ১৫ বছর অপেক্ষার পর আকাশের সেই মুক্ত সুর্য আমাদেরকে আলো দিচ্ছে। খেলা হবে খেলা হবে বলে যারা ভয় দেখাত তারা না খেলেই পালিয়ে গেছে।
তিনি বলেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায়। অথচ সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যত এমপি মন্ত্রী হয়েছে সবাই ব্যর্থ হয়েছেন। জনগণকে স্বস্থি দেওয়াই
একজন জনপ্রতিনিধির মূল দায়ীত্ব। অথচ জনপ্রতিনিধিদের ভয়েই জনগণ ভয় আতঙ্কে দিন কাঠাতে হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যর্থতা ও ভয়কে দূর করতে হবে। এমন ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে, যিনি সৎ নিষ্ঠাবান ও জনগণের বন্ধু হয়ে সুখে-দু:খে পাশে থেকে আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে।
চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মানুষের উপর জুলুম অত্যাচার করবে না। মানুষ আতঙ্কে থাকবে এমন জনপ্রতিনিধি আমরা আর দেখতে চাইনা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ রহম ন
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে প্রতিটি ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে গিয়েছে। প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র চেষ্টা। এটা সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলমান রাখবো।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা করা হবে। বর্তমানে কিন্তু ডেঙ্গুর আবির্ভাব ঘটেছে।
ডেঙ্গু রোগীদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পাচ্ছে না হাসপাতাল গুলোতে। তখন বুঝা যায় কি ধরনের অব্যবস্থাগুলো রয়েছে আমাদের হাসপাতাল গুলোতে। করোনা কালীন করোনা টিকা নিয়ে কি পরিমাণ দুর্নীতি তারা করেছিল।
তারা দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা প্রবাসী শ্রমিক এবং মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে সোনারগাঁয়ের পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় ও পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
এতে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে তিন হাজার রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। প্রত্যেক রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ এবং ২৫০ জন চক্ষু রোগীর চশমা ফ্রি দেওয়া হয়েছে। এছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু টেস্ট করা হয়েছে।
এ সময় অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এখানে যারা চিকিৎসক বিশেষজ্ঞরা রয়েছেন তারা সবাই জাতীয়তাবাদের ডাক্তার। একটা জায়গা থেকে আপনারা সবাই এদেরকে সহযোগিতা করবেন আপনারা সব ধরনের চিকিৎসা সেবা পাবেন।
এখানে যদি আপনাদের চিকিৎসা সেবা পেতে কোন ধরনের সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমি আগামী সপ্তাহে আরেকটি চিকিৎসা সেবা ক্যাম্প চালু করব। আপনাদের রিপোর্ট থেকে শুরু করে যে কোন সমস্যা আপনারা সেখানে দেখাতে পারবেন। প্রতিটি ইউনিয় আমরা এই সেবা চলমান রাখবো।
আমরা শুধু কথার মধ্য দিয়ে না কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের পাশে থাকার চেষ্টা করেন। করোনা কালীন সময়েও আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব সেই মানসিকতা নিয়ে কিন্তু আপনাদের পাশে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি।
আমি উদ্বেগ নিয়েছি ঠিকই কিন্তু এখানে সব ধরনের সহযোগিতা করছেন ডাক্তাররা। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু এই ধরনের কাজ আমার করা সম্ভব হতো না। সুতরাং এখানে আমাদের প্রত্যেকের সহযোগিতা ও আন্তরিকতা দেখাচ্ছে বলেই আজকে এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে।
এছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভুইয়া মাসুম নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এর সহযোগি অধ্যাপক বদরুন নাহার, বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি ইসমাইল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, প্রভাষক রোমানা জাহান বন্যা, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক রোজিনা আক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাদীপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, সনমানদী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি সুরুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, সনমানদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো : কামরুল, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভুট্টু, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন প্রধান, ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মহসিন সরকার, সহ-সভাপতি মো: জাকির হোসেন প্রমূখ।