বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জকে নতুন রূপে সাজাতে হবে। সাত ও পাঁচ হত্যা কারে ঘটনা ঘটিয়ে যে নারায়ণগঞ্জকে কলঙ্কিত ও অভিশপ্ত করা হয়েছে। সে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করে কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। সে সুযোগ আর হবে না।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাটামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে বুধবার(১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আয়জিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুন মাহমুদ বলেন, ৭১ সালের স্বাধীনতার সূর্য যারা কব্জা করে রেখেছিল, সেই স্বাধীনতার সূর্য নতুন করে ৫ আগস্ট উদিত হয়েছে।

অনেক নির্ঘুম রাত কাটিয়ে জেল জুলুম মামলা হামলা সহ্য করে বহু আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ১৫ বছর অপেক্ষার পর আকাশের সেই মুক্ত সুর্য আমাদেরকে আলো দিচ্ছে। খেলা হবে খেলা হবে বলে যারা ভয় দেখাত তারা না খেলেই পালিয়ে গেছে। 

তিনি বলেন, সরকার নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায়। অথচ সে হারে উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যত এমপি মন্ত্রী হয়েছে সবাই ব্যর্থ হয়েছেন। জনগণকে স্বস্থি দেওয়াই

একজন জনপ্রতিনিধির মূল দায়ীত্ব। অথচ জনপ্রতিনিধিদের ভয়েই জনগণ ভয় আতঙ্কে দিন কাঠাতে হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যর্থতা ও ভয়কে দূর করতে হবে। এমন ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে, যিনি সৎ নিষ্ঠাবান ও জনগণের বন্ধু হয়ে সুখে-দু:খে পাশে থেকে আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে।

চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মানুষের উপর জুলুম অত্যাচার করবে না। মানুষ আতঙ্কে থাকবে এমন জনপ্রতিনিধি আমরা আর দেখতে চাইনা। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো.

শামসুদ্দিন শেখের সভাপতিত্বে ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম প্রধানের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূঁইয়া, মাসুদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্নআহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু, যুগ্নসম্পাদক মেহেদী হাসান ফারহান, নারায়নঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেয়াকত হোসেন লেকু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সম্পাদক কাজী মারুফ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান,  ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন প্রধান, সহসভাপতি আফাজ উদ্দিন, রুবেল মাদবর, সহ-সধারণ সম্পাদক কামাল ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম, ও সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের দুলাল চন্দ্র, যুবদল নেতা দুলাল প্রধান, সোহেল রহমান, কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাঈনুল হাসান, ফজলুল হক কণ্ট্রাকটর ও নোমান প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ রহম ন

এছাড়াও পড়ুন:

সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 

জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের ক্লাস পার্টি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল “নিউজ ২৪ নারায়ণগঞ্জ” এর প্রকাশক সাংবাদিক মো. মিঠুন মিয়া’র কন্যা মোসা: মিম ইসলামকে মেধাবী শিক্ষার্থী হিসেবে সম্মাননা দেওয়া হয়। 

রবিবার (২৩ নভেম্বর) সকালে বরফকল চৌরঙ্গী ফ্যান্টাসী পার্কে  জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের ক্লাস পার্টি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।  

গত বছর ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত- ২০২৪ ইং বৃত্তি পরীক্ষায় জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেনী থেকে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। 

এসময় উপস্থিত ছিলেন জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকা  অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা
  • সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ 
  • মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য উদ্দেশ্য  প্রণোদিত, সত্যতা নেই : বিডিআর রফিক 
  • ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক
  • প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া
  • ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
  • বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মহানগর যুবদল ঐক্যবদ্ধ
  • নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই
  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম