ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল
Published: 6th, February 2025 GMT
জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত।
জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরে স্বাগত মিছিল করে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে।
স্বাগত মিছিলটি নারায়ণগঞ্জ ডি আই টি মসজিদ থেকে শুরু হয়ে ২ নং রেল গেট হয়ে বি বি সড়ক দিয়ে চাষাড়া শহীদ মিনার এসে শেষ হয়।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জাব্বার।
এসময় তিনি বলেন আগামীকালের জনসমাবেশ স্বৈরাচারীদের চপেটাঘাত হিসাবে কঠিন জবাব হবে। নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষের পাশে থেকে কল্যাণকর ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামির নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী প্রচার বিভাগের হাফেজ আবদুল মোমিন, মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন সহ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ স ব গত ম ছ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
বিজয় দিবসের অনুষ্ঠানে ভারত যাচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ভারত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুজন উচ্চপদস্থ কর্মকর্তা, আটজন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা কলকাতার ফোর্ট উইলিয়ামে (বর্তমান নাম বিজয় দুর্গ) ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারসহ মোট ২০ জনের একটি প্রতিনিধিদল এই আয়োজনে অংশ নিচ্ছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী প্রতিবছরই এ আমন্ত্রণ জানিয়ে থাকে। বিজয় দিবস উদ্যাপনে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিজয় দুর্গে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এদিকে গতকাল রোববার থেকেই কলকাতায় বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্যাপন শুরু হয়েছে। এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিজয় বাইক র্যালি। র্যালিটি গুয়াহাটি, তেজপুর, শিলং, শিলিগুড়ি, মালদহ ও নবগ্রাম হয়ে কলকাতার বিজয় দুর্গে পৌঁছায়।
এই দীর্ঘ যাত্রাপথে র্যালিতে অংশগ্রহণকারীরা আগরতলার অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল, করিমগঞ্জ মনোলিথস, কিলাপাড়া ওয়ার মেমোরিয়াল, বগরা ওয়ার মেমোরিয়াল এবং হিলি ওয়ার মেমোরিয়ালসহ বিভিন্ন যুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।