‘মুজিব’ ছবিতে অভিনয়ের জন্য চিত্রনায়ক আরিফিন শুভকে নিয়ে রাজনৈতিক পটপরিবর্তনে নানান আলোচনা হয়েছে। ঢাকার পূর্বাচলে আওয়ামী শাসনামলে পাওয়া ১০ কাঠা জমির বরাদ্দও বাতিল হয়। এর পর থেকে শুভকে বাংলাদেশের কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। হঠাৎ করে জানা যায়, হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ভারতে আছেন তিনি।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভকে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে দেখা যায়নি। আজ সোমবার ভারতের বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজারে আরিফিন শুভর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সচেতনভাবে তিনি অরাজনৈতিক একজন মানুষ। অভিনয় ছাড়া কিছুই করেন না।

আরিফিন শুভ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ফ ন শ ভ র জন ত ক

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার দেশে ফেরা: যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার দিন মঙ্গলবার (৬ মে) রাজধানীর বিমানবন্দর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জনসাধারণকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।

ওই সময়ে বিএনপিকর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান করতে এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে এ ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন:

কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ

এক্সপ্রেসওয়েতে চলতে পারবে মোটরসাইকেল-সিএনজি
জনভোগান্তি কমাতে মঙ্গলবার (৬ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত টোল পরিশোধ করে অন্যান্য গাড়ির মতোই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে এ দুই যান।

ট্রাফিক নির্দেশনা
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিচের রাস্তা ব্যবহারের অনুরোধ।
১।আব্দুল্লাপুর কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা।
২।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা।
৩। উত্তরা ও মিরপুরের নাগরিকরা এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করা।


৪।গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারবেন।
৫।মহাখালী বাস টার্মিনাল হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।

৬।এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলা যানবাহন বনানী/কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী র‍্যাম্প/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে পারবে।
৭।ঢাকা সেনানিবাসের রাস্তায় (জিয়া কলোনি/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলতে পারবে।
৮।এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিক্শা ও মটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলতে পারবে। ওভার স্পিড ও লেইন পরিবর্তন ঠেকাতে এক্সপ্রেসওয়েতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে।

৯।বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর পথে চলা ট্রেন ব্যবহার করা যাবে। ডিএমপির অনুরোধে সকল আন্তঃনগর ট্রেন মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী নেবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।
১০।হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হতে হবে।

১১।মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
১২।খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা কাউকে ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার অনুরোধ।
১৩।অভ্যর্থনা জানাতে আসা কেউ খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হতে পারবে না।
১৪।অভ্যর্থনা জানাতে আসা কেউ মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান/বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত অবস্থান করতে পারবেন না বা মটরসাইকেল নিয়ে লোকজনের মধ্যে চলতে পারবেন না। তবে ওই রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ বাহনের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ