আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।

৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।

এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাঁদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাঁদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।

এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘সুলতানার স্বপ্ন’ নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে দৃশ্যশিল্প প্রদর্শনী

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে বিশেষ দৃশ্যশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ সময়ের ১৯ জন শিল্পী নিজেদের মতো করে সেই স্বপ্নময় ভাবনাকে নতুন করে ব্যাখ্যা করেছেন। ‘সুলতানার স্বপ্ন’–এর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র স্বীকৃতি উদ্‌যাপন করতে এ আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আজ শনিবার বিকেলে ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে লাইব্রেরি উইদাউট বর্ডারস এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেসকো বাংলাদেশের হেড অব অফিস সুজান ভাইজ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে কলাকেন্দ্রের শিল্পী ওয়াকিলুর রহমান জানান, শিল্পীদের সঙ্গে আলাপের পর তাদের সামনে উন্মুক্তভাবে বিষয়গুলো রাখা হয়েছিল। লক্ষ্য ছিল ‘সুলতানার স্বপ্ন’কে আজকের সময়ের চোখে দেখা। তিনি বলেন, ‘শিল্পীদের নিজেদের ভাবনার জায়গা ছিল পুরোপুরি উন্মুক্ত। মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ এই অসাধারণ জায়গাটির জন্য।’

‎প্রদর্শনীর কিউরেটর শার্মিলী রহমান বলেন, ‘শিল্পীদের প্রথমে “সুলতানার স্বপ্ন” বইটি পড়তে দেওয়া হয়েছিল, এরপর তাঁরা নিজেদের ভাবনা ও ব্যাখ্যাকে কাজে প্রকাশ করেছেন, এবং এই শিল্পীরা এই কাজে তাঁদের শতভাগ দিয়েছেন।’

প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনেসকো বাংলাদেশের হেড অব অফিস সুজান ভাইজ। ঢাকা, ৬ ডিসেম্বর

সম্পর্কিত নিবন্ধ