আগামী সপ্তাহ নাগাদ কানাডায় প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে
Published: 5th, May 2025 GMT
আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাঁদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাঁদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাতে উত্তাল বুয়েট: দাবির মুখে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
পরে রাতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পর ‘না না’ বলে ওঠেন। তাঁরা ওই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। তখন অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, ‘স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা আমার নেই, আমি উপাচার্যের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত জানিয়েছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর নামে মামলা করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হবে এবং তাঁকে গ্রেপ্তার করা হবে।’
তিনি বলেন, ‘যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করার কথা, তবে আমরা ছাত্রদের কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, বুয়েট ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।