আগামী সপ্তাহ নাগাদ কানাডায় প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে
Published: 5th, May 2025 GMT
আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাঁদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাঁদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আগামী সপ্তাহ নাগাদ কানাডায় প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে
আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট আটটি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক বলেন, অন্যান্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাঁদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাঁদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।