ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে কাজ করার সুযোগ
মহাকাশে থাকা দূরবর্তী বিভিন্ন গ্যালাক্সির (ছায়াপথের) অসংখ্য ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এসব ছবি বিশ্লেষণের পর শ্রেণিবদ্ধ করা বেশ কঠিন। আর তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা দূরবর্তী বিভিন্ন গ্যালাক্সির ছবি বিশ্লেষণের পর শ্রেণিবদ্ধ করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘গ্যালাক্সি জু’ নামের এক প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমে আগ্রহী ব্যক্তিরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নাসা।
নাসার তথ্যমতে, বর্তমানে বিভিন্ন গ্যালাক্সির পাঁচ লাখের বেশি ছবি সংগ্রহে রয়েছে। এসব ছবি শতকোটি বছর ধরে গ্যালাক্সি কীভাবে বিবর্তিত হয়েছে, তা জানতে সহায়তা করবে। কাজের প্রয়োজনে প্রাচীনতম বেশ কিছু গ্যালাক্সির ছবি দেখার সুযোগ পাবেন স্বেচ্ছাসেবকেরা। এর ফলে গ্যালাক্সির আকারসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় সরাসরি অবদান রাখতে পারবেন তাঁরা।
কয়েক বছর ধরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দূরবর্তী বিভিন্ন গ্যালাক্সির অসংখ্য ছবি তুলেছে। এসব ছবি বিশ্লেষণ করতে মানুষের পাশাপাশি ‘জু–বট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে নাসা। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জটিল বা অস্পষ্ট ছবি বিশ্লেষণ করতে পারে না। এ সমস্যা সমাধান করতেই স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে চায় নাসা। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীরা গ্যালাক্সি জু ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন।
নাসার গ্যালাক্সি জু প্রকল্প ২০০৭ সালে চালু করা হয়। এর আগে এই প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবকেরা স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভে ও নাসার হাবল স্পেস টেলিস্কোপের মতো টেলিস্কোপের ছবি ব্যবহার করে গ্যালাক্সি শ্রেণিবদ্ধ করার সুযোগ পেয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া