Samakal:
2025-05-06@16:41:59 GMT

চিন্ময় দাসের জামিন স্থগিত

Published: 6th, May 2025 GMT

চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

বিস্তারিত আসছে... 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিবিএইচের ১০১ কোটি টাকা মুনাফা, ১৭% লভ্যাংশ ঘোষণা

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়।  

আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য যা উপস্থাপন করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এ তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এছাড়া ডিবিএইচ একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালে ডিবিএইচ ফাইন্যান্সের কর পরবর্তী নিট মুনাফা করেছে ১০০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩ সালে ছিল ৯৮ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের ৪ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ৫ টাকা ৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩ সালে ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালে বেড়ে তা দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা। গত বছর প্রতিষ্ঠানটির গৃহঋণ বিতরণ বেড়েছে ১৫ শতাংশ এবং কোর ডিপোজিট পোর্টফোলিও বেড়েছে ১২ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ২৮ বছর ধরে দেশে প্রায় ৬০ হাজারের বেশি পরিবারকে গৃহঋণ দিয়েছে। ডিবিএইচ বর্তমানে দেশের সব বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা দিচ্ছে। ডিবিএইচের খেলাপি ঋণের পরিমাণ ১ শতাংশেরও কম এবং প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ রেটিং অর্জন করেছে।

সম্পর্কিত নিবন্ধ