সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এছাড়া বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ড.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আরও জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে, শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার শেষ ধাপও সম্পন্ন হয়ে গেছে সামিত সোমের। মঙ্গলবার বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।
গতকাল সোমবার ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চেয়ে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একদিন পরই ফিফা থেকে অনুমিত পেয়ে গেছে বাফুফে।
ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফিফা থেকে সামিতের খেলার বিষয়ে মেইল পেয়েছেন তারা। এখন আর বাংলাদেশের হয়ে খেলতে সামিতের কোন বাধা নেই।
এর আগে ফিফার কাছে আবেদনের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ফাহাদ জানান, সামিতের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জমা দিয়ে ফিফা পোর্টালে আবেদন করা হয়েছে। বাকি বিষয় নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর।