‘শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই’ ব্যানারে যুবলীগের ঝটিকা মিছিল
Published: 6th, May 2025 GMT
কক্সবাজার শহরের কলাতলী সৈকতে আজ মঙ্গলবার ঝটিকা মিছিল বের করে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী। ৫৯ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কলাতলীর হাঙর ভাস্কর্য মোড় থেকে সকাল ছয়টার দিকে মিছিলটি বের হয়ে সুগন্ধা সৈকত এলাকায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের নেতা মুনাফ সিকদার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ২০-২৫ জনের মিছিলের সামনে একটি ব্যানার। তাতে লেখা ‘শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই’। আয়োজনে বাংলাদেশ যুবলীগ-কক্সবাজার জেলা। মিছিলের অগ্রভাগে ছিলেন যুবলীগ নেতা মুনাফ সিকদার। তাঁর পরনে ছিল লাল টি-শার্ট।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে ছয়টার দিকে হোটেল-মোটেল জোনের কলাতলী সৈকত সড়কটি ফাঁকা ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। এ সময় যুবলীগের ঝটিকা মিছিলটি বের করা হয়। বিক্ষোভকারীদের অনেকে মুখে মাস্ক ছিল। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে কয়েক মিনিটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ সিকদার। সেখানে লোকসমাগম বাড়তে থাকলে বিক্ষোভকারীরা চলে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বল গ র
এছাড়াও পড়ুন:
নির্মল শহরের রক্তাক্ত প্রান্তর
দৃষ্টিনন্দন পূর্বাচল উপশহর এখন অপরাধীদের নিরাপদ আশ্রম। ছিনতাই, ধর্ষণ, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হত্যা।
রাজউকের পূর্বাচল প্রকল্পটির অবস্থান রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।
একটি পরিসংখ্যানে জানা গেছে, গত আট বছরে এখানে লাশ উদ্ধার করা হয়েছে দুই ডজন। যাদের অধিকাংশেরই পরিচয়ই জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রতুলতা ও তৎপরতার অভাবেই ঘটছে হত্যাসহ নানা অপরাধ।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১৩ নভেম্বর নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিনের সাত টুকরো লাশ পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, তাঁকে রাজধানীর কোনো এক স্থানে হত্যা করে নিরাপদ স্থান হিসাবে পূর্বাচলে তাঁর লাশ ফেলে দেওয়া হয়। ২০২৩ সালের ৭ জুলাই পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৪ আগস্ট ২০ নম্বর সেক্টর এলাকার একটি সবজিক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। একই বছরের ২৪ সেপ্টেম্বর ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হয়। ২০২২ সালের ১৯ মে ২৫ নম্বর সেক্টর এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির লাশ ও একই বছরের ২৭ ডিসেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছর ২০ ডিসেম্বর আব্দুর রউফ ও শিপন মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূঁইয়া বাড়ি ব্রিজের পাশে নিহত হয়। গত বছর ১৯ ডিসেম্বর মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাসুদ তাঁর দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনতাসির মাসুদের। গুরুতর আহত হন তার দুই সহপাঠী অমিত সাহা ও মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য।
গত বছর ১৬ ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সুজানা ও কাব্য নামে দুই শিক্ষার্থী। এরপর থেকে তারা নিখোঁজ হয়। এর তিন দিন পর পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার ৩০০ ফুট সড়ক-সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া চলতি বছর ৬ জানুয়ারি অজ্ঞাত (২৫) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের ভাষ্য, সন্ধ্যার পর পূর্বাচল উপশহরে ছিনতাই, ডাকাতি এবং অন্য স্থানে খুন করে এখানে লাশ ফেলে যাওয়াসহ নানা অপরাধের কারণে এই এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। সরকারের উচিত এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি আরও নজর দেওয়া।
কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, পূর্বাচল উপশহরের নীরব জায়গাগুলোতে পুলিশি টহল আরও বাড়াতে হবে। প্রতিটি লাশের পূর্ণ তদন্তের পর অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে এলাকার মানুষ শান্তিতে থাকবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অন্য কোথাও মানুষ হত্যা করে লাশ ফেলার জন্য পূর্বাচল উপশহরের একেবারে নির্জন জায়গাগুলোকেই অপরাধীরা বেছে নেয়। অপরাধীদের ধরা ও অপরাধ দমনের জন্য একাধিক জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সারারাত পুলিশের একাধিক দল টহলরত অবস্থায় থাকে। অপরাধ নির্মূলের চেষ্টা করা হচ্ছে।