ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। এ সময় পরিষদের সদস্যদেশের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ও সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানান।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সভার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের নিজেদের লক্ষ্যগুলোর বেশির ভাগই পূর্ণ হয়েছে। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত। 

ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভুল করবেন না। সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকেই সহায়তায় প্রস্তুত আছি।’ সূত্র: দ্য হিন্দু

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সেই রিয়ালের কাছে কি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকেও হারাবে লিভারপুল

গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে লিভারপুল সমর্থকদের হাহাকার। দলের অন্যতম সেরা তারকাদের একজন ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ডের ক্লাব ছাড়া নিয়েই মূলত এই হাহাকার। লিভারপুলের সঙ্গে আরনল্ডের সম্পর্ক ২০ বছরের।

ক্লাব সমর্থকদের আবেগের অংশও হয়ে উঠেছিলেন এই রাইটব্যাক; কিন্তু সব আবেগ পেছনে ফেলে এবার নতুন ঠিকানায় নিজের ভবিষ্যৎ গড়তে চান এই ইংলিশ তারকা। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও আরনল্ডের রিয়াল মাদ্রিদে যাওয়া একরকম নিশ্চিত।

আরনল্ডের ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ তাঁর ক্লাব ছেড়ে যাওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। এমনকি ক্লাব ছাড়ার কারণে সিবিল রোডে আরনল্ডের বিখ্যাত দেয়ালচিত্রটিও মুছে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।

তবে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত আরনল্ডের দেয়ালচিত্র নষ্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে দেয়ালচিত্র থাকুক বা না থাকুক, আরনল্ডের ক্লাব ছাড়ার ঘটনা লিভারপুল সমর্থকদের মনে ক্ষত হয়েই থাকবে।

এদিকে আরনল্ডকে হারানোর ক্ষত সারার আগেই অন্য আতঙ্ক ভর করেছে লিভারপুল সমর্থকদের মনে। চলতি মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও নাকি ক্লাব ছেড়ে যেতে পারেন। তাঁকেও কিনতে চায় সেই মাদ্রিদ।

আরও পড়ুন‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়াল মাদ্রিদে০৫ মে ২০২৫

কিছুদিন ধরে একাধিক সংবাদমাধ্যম ম্যাক আলিস্টারের সঙ্গে রিয়ালকে জড়িয়ে খবর প্রকাশও করেছে। গুঞ্জন আছে, ম্যাক আলিস্টারের জন্য রিয়াল নাকি প্রস্তাবও তৈরি করছে। বিশেষ করে এই মৌসুমে মিডফিল্ডে যে ঘাটতি ছিল আগামী মৌসুমে ম্যাক আলিস্টারকে দিয়ে তা মেটাতে চায় তারা।

লিভারপুলের শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টার

সম্পর্কিত নিবন্ধ