Prothomalo:
2025-09-18@13:14:29 GMT

হাঁড়িমুখো দুই পাখির গল্প

Published: 7th, May 2025 GMT

জলচর পাখিদের ছবি তোলার জন্য ২০২১-এর ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গলের বাইক্কা বিল জলাভূমি অভয়ারণ্যে এসেছি। পুরো সকালটা বিলে ঘুরে ঘর্মক্লান্ত দেহে দুপুরের কড়া রোদে পাশের পুকুর ও খালের মাঝখানের রাস্তাটি দিয়ে ধীরপায়ে হাঁটছিলাম। হঠাৎ খালের অন্য পাড়ে ঢোলকলমির ঝোপ থেকে খয়েরি-কালো এক পাখি বেরিয়ে এসে ঝোপের ওপরে ডানা মেলে রোদ পোহাতে লাগল। কী চমৎকার সে দৃশ্য! এমন দৃশ্য খুব কমই দেখেছি। কাজেই একটুও সময় নষ্ট না করে দ্রুত পাখিটির ছবি তুলতে থাকলাম। এই ঝোপ থেকেই পাখিটিকে প্রথমবারের মতো উড়ে যেতে দেখেছিলাম ২০১২ সালে। এরপর ২০১৯ সালের নভেম্বরে কক্সবাজারের ইনানিতে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে পাখিটিকে উড়ে যেতে দেখলাম। ডিসেম্বর ২০২০-এ ওকে আবারও দেখলাম রাজশাহীর পদ্মা নদীর চর মাজারদিয়ারে। কিন্তু প্রতিবারই ছবি তুলতে ব্যর্থ হই। বাইক্কা বিলের পর নিয়মিতভাবে ওর ছবি তুলেছি কমলগঞ্জের কুরমা পক্ষী অভয়াশ্রম থেকে।

২০১৮ সালের ২৮ জানুয়ারি গোলবনের সুন্দরী হাঁসপাখির ছবি তুলে সুন্দরবন থেকে ফিরছিলাম। পথে সুন্দরী ও হাড়বাড়িয়া খালের পাড়ে কিছুক্ষণ পরপরই লালচে-খয়েরি ও কালো রঙের বড় আকারের হাঁড়িমুখো আরেক পাখির সঙ্গে দেখা হচ্ছিল। পাখিটিকে সব সময়ই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখি। সবশেষ ওকে দেখলাম ভোলার চর কুকরিমুকরি বন্য প্রাণী অভয়ারণ্যে যাওয়ার পথে এক খালের পাড়ে। পাখিটি নিয়ে বাগেরহাটে এ রকম একটি পাখিপুরাণ প্রচলিত রয়েছে—

শ্রীমঙ্গলের বাইক্কা বিলের পাশে ঝোপে ছোট কানাকুক্কা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ