ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে জায়গার উন্নয়ন ঘটে: সাখাওয়াত
Published: 9th, May 2025 GMT
নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, “নদীতে প্রতিবছর পলি জমে। এ জন্য নদীতে ড্রেজিং করা প্রয়োজন। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে যে কোনো জায়গা অনেক উন্নত হয়।”
শুক্রবার (৯ মে) দুপুরে বরিশালের হিজলা উপজেলার মৌরভীরহাট খেয়াঘাট সংলগ্ন নদীতে বিআইডিব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম এবং বিকেলে বাবুগঞ্জ-মুলাদী সংযোগ ব্রিজের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় তার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার: পার্বত্য উপদেষ্টা
আ.
এম সাখাওয়াত হোসেন বলেন, “এটা আমার জন্ম ভিটা, আগে এ নদী দিয়ে বড় বড় লঞ্চ, জাহাজ চলাচল করতো। এখন পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। নদী খনন করে চ্যানেল তৈরির মাধ্যমে উন্নত লঞ্চ ঘাট করে দেওয়া হবে। এতে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।”
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুদ্ধে আটকে পড়া ২৮ বাংলাদেশি ইরান থেকে দেশে ফিরলেন
যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। আমিরাতের দুবাই ও পাকিস্তান হয়ে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসব বাংলাদেশি বিভিন্ন জেলার বাসিন্দা।
বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন সমকালকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, গত ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরানে আটকা পড়েন এসব বাংলাদেশি। ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পর থেকেই তারা বিপাকে ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে দেশে ফেরার পথ তৈরি হয়।