সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন থাকবে না
Published: 9th, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না। তাঁরা সবাই সে লক্ষ্যে (সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা) কাজ করবেন।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ কথা বলেন।
অনুষ্ঠানে নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বর্তমানে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা-সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা হওয়ার সমালোচনা করে বক্তব্য দেন। এ বিষয়ে বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকবার বলেছি, আমি নিজে অনেকবার বলেছি, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যখন এটা মিথ্যা মামলা প্রমাণিত হয়। মামলায় তদন্ত হবে, চার্জশিট হবে, বিচার শেষ হবে, তখন মিথ্যা মামলা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে পারেন, তার আগে ব্যবস্থা নিতে পারেন না। আমরা সবাই যদি নিশ্চিতভাবে জানিও এটি মিথ্যা মামলা, এখানে অনেককে অভিযুক্ত করা হয়, হয়তো তারা জড়িত না, কিন্তু আমাদের কিছু করার থাকে না।’ তবে মিথ্যা মামলা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের ৭৩ জন শিল্পীর অংশগ্রহণে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ ও লার্নিং ডিজাইন স্টুডিয়োর 'পবিত্র শান্তির জাগরণ : বাংলার বুদ্ধ' শিরোনামের প্রদর্শনী। মিখাইল ইদ্রিসের কিউরেশনে এই প্রদর্শনীতে বাংলাদেশের ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের চিরন্তন ভাবনাগুলি প্রাচ্য-শৈলীতে প্রকাশ পেয়েছে।
প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমের কাজ অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কৌশল ও সমসাময়িক শৈল্পিক ভাষার সংমিশ্রণ ঘটেছে। শিল্পীরা ব্যবহার করেছেন তেলরং, জলরং, গোয়াশ, ওয়াশ, এগ টেম্পারা, রিভার্স পেইন্টিং, বাটিক, চারকোল, কলম, অ্যালকোহল বেসড কালির কাজ এবং এমনকি অগ্নিদগ্ধ বঙ্গবাজারের ছাই—যা রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা আরও দেখতে পাবেন রিকশাচিত্র, সিনেমার ব্যানার চিত্র, ক্যালিগ্রাফি, সুঁই সুতার কাজ প্রভৃতি।
প্রদর্শনী উপলক্ষ্যে সেমিনার, শিল্পালোচনা, পুথিপাঠ, চর্যাগান, নৃত্য-সংগীতের আয়োজন রয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার সময়সূচি :
১০ই মে ২০২৫, বিকেল ৫টা
সেমিনার : বুদ্ধের দর্শন ও চর্যাগান
উপস্থাপনায় : ড. সাইমন জাকারিয়া, নূরুননবী শান্ত ও সাধিকা সৃজনী তানিয়া
১৩ই মে ২০২৫, সন্ধ্যা ৬টা
গৌতম বুদ্ধের জীবনালেখ্য : মনোরঞ্জন বালার ‘গৌতম বুদ্ধ গীতিকাব্য’ অবলম্বনে পাঠ, আবৃত্তি ও সংগীত
অংশগ্রহণে : শাহ আলম দেওয়ান, মনোজ রায়, মজুমদার বিপ্লব ও অনিন্দ্য অমাত
১৫ই মে ২০২৫, বিকেল ৫টা
শিল্প আলোচনা : হীরকসূত্র, বুদ্ধের প্রতিচ্ছবি ও প্রাচ্যধারার ছাপচিত্র
মূল প্রবন্ধ উপস্থাপনায় : অধ্যাপক ড. রশীদ আমিন
১৫ই মে ২০২৫, সন্ধ্যা ৭টা
সাংস্কৃতিক সন্ধ্যা : সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনা
অংশগ্রহণে : অরিত্রি নন্দী, প্রাপ্তি ঘোষ, বাপ্পী পাল, বদিউজ্জামান খান (ওমি), অরুন্ধতী কর, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ও জাহাঙ্গীর আলম
১৬ই মে ২০২৫, বিকেল ৫টা
ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর
উপস্থাপনায় : ভাবনগর ফাউন্ডেশনের সাধকশিল্পীবৃন্দ
২০০৯ সালে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ নবীন শিল্পীদের বিকাশে নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, প্রকাশনা, বৃত্তি এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের এই শিল্পকর্ম প্রদর্শনী বিশ্বে শান্তি সৌহার্দ ও সম্প্রীতির আশা জাগাবে বলে আয়োজকদের দৃঢ় বিশ্বাস।
প্রদর্শনী পরিদর্শনের সময় :
সোমবার থেকে শনিবার, বিকেল ৩টা–রাত ৯টা
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।