সোনালী ব্যাংক চালু করল নিজস্ব পেমেন্ট সুইচ
Published: 13th, May 2025 GMT
গ্রাহকদের জন্য আরো দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্ড লেনদেন নিশ্চিত করতে সোনালী ব্যাংক চালু করেছে নিজস্ব পেমেন্ট সুইচ। এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি এখন থেকে তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে লেনদেন পরিচালনা করবে।
সোনালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পেমেন্ট সুইচ চালুর ফলে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড ও ভার্চুয়াল কার্ডে লেনদেন হবে। এতে সেবার মান যেমন বাড়বে, তেমনি সময় ও খরচ উভয়ই কমবে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.
আরো পড়ুন:
বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল
ঈদুল আজহা: ১১ ও ১২ জুন বন্ধ থাকবে ফাইন্যান্স কোম্পানি
তিনি আরো বলেন, ডিজিটালাইজেশন ব্যাংকিং খাতকে উন্নত, নিরাপদ, টেকসই করে তোলে। তাই আমরা নিজস্ব একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছি, যার মাধ্যমে গ্রাহকরা বাংলা কিউআর কোডসহ বিভিন্ন মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন। এখন আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী খুব কম সময়েই কার্ড ইস্যু করতে পারব।
বর্তমানে সোনালী ব্যাংকের প্রায় ১৪ লাখ গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। আগে এসব সেবা তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হওয়ায় খরচ ও সময় উভয়ই বেশি লাগতো। এখন নিজস্ব পেমেন্ট সুইচের মাধ্যমে সেই সমস্যা দূর হবে।
ঢাকা/এনএফ/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা