রুপগঞ্জের ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মৃত নুরুল হকের ছেলে মিলন মোল্লা ও কালীগঞ্জের মর্তুজাবাদ এলাকার আব্দুল্লাহর ছেলে সজীব।

অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন, রূপগঞ্জের মো.

বুরুজ মেম্বারের ছেলে মো. আলম মিয়া, মো. বজলুর রহমানের ছেলে মো. জোবায়ের রহমান, ইব্রাহীমের ছেলে মোজাম্মেল হক, মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, মো. আফসার উদ্দিনের ছেলে মো. আব্দুল হক, আব্দুর ছেলে মো. বাবুল মিয়া, হানিফ মোল্লার ছেলে লস্কর আহমেদ জীবন ও মৃত আসলামের ছেলে রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক। এছাড়া রবিন নামে একজনের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ র

এছাড়াও পড়ুন:

রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

রংপুরে বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা জুম্মারপার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা মারা যান।

তিনজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

সম্পর্কিত নিবন্ধ

  • আবু সাঈদ হত্যা মামলার তদন্তে ‘দৃশ্যমান অগ্রগতি না থাকায়’ ক্ষোভ বড় ভাইয়ের
  • ভাত খেলেই অসুস্থ, রুটি-মুড়ি খেয়ে ৫৩ বছর পার 
  • নিহত এসএসসি পরীক্ষার্থীর মায়ের আহাজারি, ‘মোটরসাইকেলে কেন গেলু, মা’
  • রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর