২০ লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
Published: 16th, May 2025 GMT
রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ১০২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার দাম প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. আছমা (৩৫) ও মো. করিম মিয়া (৬০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত মাদক কারবারি। আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। তারা গোপন খবরে জানতে পারে, কতিপয় মাদক কারবারি ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছেন। তাঁরা গাঁজাসহ খিলক্ষেত রেলগেট কাঁচাবাজার ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে যাত্রীছাউনিতে অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত রেলগেট এলাকায় অভিযান চালায় ডিবি। এতে আছমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে এনে খিলক্ষেত ও আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন গ্রেপ্তার ব্যক্তিরা। পলাতক অপর আসামি মো.
গ্রেপ্তার আছমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পলাতক মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।