কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে আন্দোনকারীরা কুমারখালী-পান্টি সড়ক অবরোধ করে চৌরঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক। বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। মানববন্ধনে ক্লাস বাদ দিয়ে যোগ দেন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সপ্তাহিক হাটের দিন হওয়ায় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

আরো পড়ুন:

ইউআইইউ অধ্যাপকের টেলিকম ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জন

জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক মিলন। এর আগেও অনেকের সঙ্গে খারাপ আচরণ করেছেন তিনি। কেউ সাহস করে মুখ খোলেনি। আমরা প্রধান শিক্ষকের শাস্তি চাই। 

চৌরঙ্গী এলাকার বাসিন্দা আইয়ুব আলী বলেন, ‍“প্রধান শিক্ষক মিলনের বিরুদ্ধে আগেও অনেক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ আছে। কেউ প্রকাশ করার সাহস পায়নি। এবার যেহেতু প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে প্রধান শিক্ষককে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"

এলাকাবাসী জানান, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী উপবৃত্তি দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে লাইব্রেরিতে নিয়ে প্রধান শিক্ষকের কাছে রেখে আসেন। সেখানে ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা।

ছাত্রীর চাচা বলেন, প্রধান শিক্ষক মিলন আমার ভাতিজির সঙ্গে খারাপ কাজ করেছে। বিচারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের পর থেকেই ওই শিক্ষক হুমকি দিচ্ছেন। আমরা সঠিক বিচার চাই।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “উপবৃত্তির কথা বলে উম্মত স্যার ডেকে নিয়ে যায়। মিলন স্যার খারাপ কিছু করেন। ভয়ে স্কুলে যাচ্ছি না। আমি বিচার চাই।”

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের মোবাইলে একাধিকবার কলা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াছেল আলী বলেন, “শুনেছি প্রধান শিক্ষক এক ছাত্রীর সঙ্গে খারাপ কিছু করেছেন। যদি এমনটি হয়ে থাকে, তাহলে তদন্ত করে বিচার হওয়া উচিৎ।”

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মে) কমিটি তদন্তে যাবে।”

কুমারখালী থানার (ওসি) মো.

সোলায়মান শেখ বলেন, “লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ রঙ গ তদন ত

এছাড়াও পড়ুন:

রবিবার হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

আগামীকাল রবিবার ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করবে ঢাকাস্থ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) বেলা ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাসফিক ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল রবিবার (১৮ মে) ঢাকাস্থ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে।

এদিকে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ দেশের কারিগরি শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় একটি অরাজনৈতিক ও অগ্রণী ছাত্র সংগঠন। সংগঠনটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কারিগরি ছাত্র সমাজকে অবহিত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে ১৮ মে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। কারণ সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত মামলার রায় স্থগিত করা হয়েছে এবং পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

সাইদুর রহমান বলেন, “কারিগরি ছাত্র সমাজ পূর্বের রায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং আমরা কারিগরি ছাত্র সমাজ এই মামলার রায় সম্পূর্ণ বাতিল চাই। আমরা জানি, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ হলো ল্যাব পরিচালনায় সহায়তা এবং প্রাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাস। এই যোগ্যতায় তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদানে অক্ষম এবং অযোগ্য। তাই শিক্ষক পদে তাদের পদোন্নতি অযৌক্তিক। তাদের জন্য মন্ত্রণালয় ভিন্নভাবে চিন্তাভাবনা চালাচ্ছে, যে কীভাবে তাদের সিস্টেমে প্রমোশন দেওয়া যায়। তারাও তাদের সিস্টেমে প্রমোশন পাবে এ বিষয়ে সুন্দর পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। প্রমোশন পাওয়ার অধিকার সবার আছে তবে সেটা হতে হবে যৌক্তিক।”

“আমরা সুস্পষ্টভাবে বলছি-জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে পদোন্নতির জন্য ভিন্ন কোনো মানদণ্ডে বা বাছাই ছাড়া সুযোগ সৃষ্টি করা যাবে না। শিক্ষকদের জুনিয়র ইন্সট্রাক্টর পদটি কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) এর মাধ্যমে বাছাইকৃত হয়ে নিয়োগ পায়। যারা এই পদে আসতে চায় তারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে বিপিএসি এর পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে আসুক। কোনো স্পেশালভাবে এই পদে কারো পদোন্নতি নিয়ে আসার সুযোগ নাই। আমরা চাই, ১৮ তারিখ হাইকোর্ট এ মামলাটি বাতিল করে দিয়ে কারিগরি শিক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক।”

ঢাকা/রায়হান/টিপু   

সম্পর্কিত নিবন্ধ

  • ভাগাড়ের গন্ধে টেকা দায়
  • ভাঙন থেকে ১২ গ্রাম রক্ষায় মানববন্ধন
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন
  • রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ চার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ‘জুলাই সনদ’ চূড়ান্তে গণভোট চায় জামায়াতে ইসলামী
  • জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি
  • সাম্য হত্যার ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
  • হাইকোর্টের সামনে আগামীকাল মানববন্ধন করবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা
  • রবিবার হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি